West Bengal Weather Update : প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে! বাড়ছে বন্যা ও ধসের আশঙ্কা, আবহাওয়ার সতর্কতা জারি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update : ভারী বৃষ্টির জেরে, নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যার পাশাপাশি ধস নামারও আশঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকায় জারি হয়েছে সতর্কতা।
advertisement
1/5

সকাল থেকেই আকাশ অন্ধকার! দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা (West Bengal Weather Update) রয়েছে উত্তরবঙ্গে, এমনটাই জানালো আবহাওয়া দফতর (weather office)। ভারী বৃষ্টির জেরে, নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যার পাশাপাশি ধস নামারও আশঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকায় জারি হয়েছে সতর্কতা। পাশাপাশি দক্ষিণে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
advertisement
2/5
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather Update) রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
3/5
শনিবার ও রবিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হওয়া অফিস। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা, হাওড়া ও আশেপাশের জেলাগুলিতে।
advertisement
4/5
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার জেরে কমলা সতর্কতা এবং মালদা, দুই দিনাজপুরে হালকা বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারী করেছে হাওয়া অফিস। শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে জারী করেছে কমলা সতর্কতা। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারী হলুদ সতর্কতা।
advertisement
5/5
পাশাপাশি শনিবার এবং রবিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update : প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে! বাড়ছে বন্যা ও ধসের আশঙ্কা, আবহাওয়ার সতর্কতা জারি