Latest Weather Forecast|| আজই স্বস্তির বৃষ্টির ইতি? কাল থেকেই তাপপ্রবাহে পুড়বে বাংলা? অবশেষে মেগা আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Shubhagata Dey
Last Updated:
Latest Weather Forecast: গত দু'দিন মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির দেখা মিললেও ফের তাপপ্রবাহের জেরে কার্যত নাজেহাল মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা।
advertisement
1/7

*গত দু'দিন মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির দেখা মিললেও ফের তাপপ্রবাহের জেরে কার্যত নাজেহাল মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। বর্তমানে রোদের তেজে বাড়ির বাইরে বেরনো দায় হয়ে উঠেছে। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। ফাইল ছবি।
advertisement
2/7
*এ বারের গরমে তীব্র ভোগান্তি রয়েছে বলে আগেই জানিয়েছেন আবহবিদরা। এখনও পর্যন্ত সেই ইঙ্গিতই মিলছে। কয়েক পশলা বৃষ্টিতে কিছুটা হলেও প্রাণ জুড়িয়েছে সম্প্রতি। ফাইল ছবি।
advertisement
3/7
*তবে গরম থেকে রেহাই নেই এখনই। তবে তাপপ্রবাহের ইঙ্গিত আপাতত নেই। ফাইল ছবি।
advertisement
4/7
*আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মার্চের গোড়া থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। এপ্রিল শেষ হতে বসেছে। এখন তীব্র দাবদাহে, গাত্রদাহ বাড়ির বাইরে বেরনোর যাচ্ছে না। ফাইল ছবি।
advertisement
5/7
*ইতিমধ্যেই বইছিল তাপপ্রবাহও। তার মধ্যেই বৃষ্টি নামায় একধাক্কায় কমল গরম। বুধবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও। ফাইল ছবি।
advertisement
6/7
*তবে এ দিন তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচেই থাকবে বলে জানা যাচ্ছে। বুধবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফাইল ছবি।
advertisement
7/7
*রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৪৯ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৬২ শতাংশের মতো। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Latest Weather Forecast|| আজই স্বস্তির বৃষ্টির ইতি? কাল থেকেই তাপপ্রবাহে পুড়বে বাংলা? অবশেষে মেগা আপডেট দিল হাওয়া অফিস