সূত্রের খবর, বাবা ও মা মারা যাবার পর থেকে বাপি একাই থাকতেন বাড়িতে। রবিবার সন্ধ্যায় বাপির বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। এরপর চাঞ্চল্য ছড়ায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ ও ওয়ার্ডের কাউন্সিলর।
আরও পড়ুন: ‘১০,০০০’ ভারতীয় টাকার দাম ‘পোল্যান্ডে’ গেলে যেখানে পৌঁছবে…! দেখুন চমকে দেওয়া হিসাব
advertisement
ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি বন্ধ ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে পুলিশ। দৃশ্য দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান সকলে। দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে বাপির পচাগলা শরীরটা। দেহ থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর সেই দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে।
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় দিন সোমবার…, ১০ নভেম্বর নজরে পার্থর ‘জেলমুক্তি’!
মহেশতলা থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা না অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে বাপির? তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।
সমীর মণ্ডল
