IMD Alert| Latest Weather Forecast|| ২৪ ঘণ্টায় আবহাওয়ার মারকাটারি বদল! ফের ৪০ ডিগ্রি ছোঁবে পারদ, আরও ভয়ঙ্কর দিন আসছে...!
- Reported by:NILANJAN BANERJEE
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weather Forecast: আগামী কয়েকদিন আবহাওয়া একইরকম থাকবে। মঙ্গলবার থেকেই ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা এবং সপ্তাহান্তে তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে ৪০।
advertisement
1/8

*বেশ কয়েকদিন ধরে পূর্বাভাস ছিল বৃষ্টিপাতের। সেই বহুকাঙ্খিত বৃষ্টিপাত অবশেষে সত্যিতে রূপান্তরিত হল রবিবার দুপুরে। সোমবার সকাল থেকে সমগ্র বাঁকুড়া জেলা মেঘাচ্ছন্ন। ফাইল ছবি।
advertisement
2/8
*সাম্প্রতিক বাঁকুড়া জেলায় বৃদ্ধি পেয়েছিল তাপমাত্রা তবে পূর্বাভাস অনুযায়ী গতকাল থেকেই হ্রাস পেয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সারাদিন বিক্ষিপ্ত ভাবে মেঘাচ্ছন্ন থাকবে সমগ্র জেলা। জেলায় জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ শতাংশ। ফাইল ছবি।
advertisement
3/8
*বিগত কয়েকদিন আবহাওয়া একইরকম থাকবে। তবে বৃদ্ধি পেতে চলেছে সর্বোচ্চ তাপমাত্রা। আগামিকাল থেকেই প্রায় ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা এবং সপ্তাহান্তে তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে ৪০ এর কোঠা। ফাইল ছবি।
advertisement
4/8
*আপাতত গরমের হাত থেকে রেহাই বাঁকুড়া জেলায়। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫ঃ০৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৬ঃ০৮ মিনিটে। আজ সারাদিন অতিবেগুনি রশ্মির পরিমাণ বেশ কম থাকবে। পশ্চিম-পূর্বে প্রায় ৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে হাওয়া। ফাইল ছবি।
advertisement
5/8
*ভারতে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে একটু বেশি, যা সুযোগ সমগ্র দিন বিকৃত হয়ে ঘোরাফেরা করবে ৭৫-৭৬ শতাংশ। ফাইল ছবি।
advertisement
6/8
*বাঁকুড়ার বায়ুর গুণগতমান বিগত কয়েকদিন মাঝারি ভাবে দূষিত পর্যায়ে পৌঁছেছিল। তবে এ দিন ভাইয়ের গুণগতমান স্বাভাবিকের কাছাকাছি থাকবে, সূচক ৮২। ফাইল ছবি।
advertisement
7/8
*বৃষ্টিতে রেহাই পেয়েছে বাঁকুড়া। সিক্ত হয়েছে রুক্ষ সূক্ষ লাল মাটি। নতুন সাজে সেজে উঠেছে সমগ্র জেলা। কিন্তু কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। যদিও অতিবৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবুও কালবৈশাখীর আশঙ্কা এড়ানো যাচ্ছে না। ফাইল ছবি।
advertisement
8/8
*কালবৈশাখীর কাল ভৈরবে নষ্ট হতে পারে আম। অর্ধেকের নিচে নেমে যেতে পারে সমগ্র জেলার আমের ফলন। ক্ষতিগ্রস্ত হতে পারে প্রান্তিক ক্ষুদ্র কৃষকরা। গত বছর রাজ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বাঁকুড়া জেলায়। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Alert| Latest Weather Forecast|| ২৪ ঘণ্টায় আবহাওয়ার মারকাটারি বদল! ফের ৪০ ডিগ্রি ছোঁবে পারদ, আরও ভয়ঙ্কর দিন আসছে...!