TRENDING:

Historical Bridge: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বহন করছে হাওড়ার মিলিটারি সেতু

Last Updated:
উলুবেড়িয়া মিলিটারি সেতু! শহর উলুবেড়িয়ার বুকে আজও রয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। পুরনো সেই স্মৃতি চিহ্ন বহন করে চলেছে ছোট্ট একটি সেতু বা ব্রিজ।
advertisement
1/6
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বহন করছে হাওড়ার মিলিটারি সেতু
উলুবেড়িয়া, রাকেশ মাইতি: উলুবেড়িয়া মিলিটারি সেতু! শহর উলুবেড়িয়ার বুকে আজও রয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। পুরনো সেই স্মৃতি চিহ্ন বহন করে চলেছে ছোট্ট একটি সেতু বা ব্রিজ।
advertisement
2/6
স্থানীয় মানুষের কাছে মিলিটারি সেতু নামে পরিচিত। উলুবেড়িয়া শহরের মধ্যে মেদিনীপুর খালের উপর দাঁড়িয়ে রয়েছে সেতুটি। প্রাচীন এই সেতুর মধ্যে দিয়েই মানুষের মনে বিশ্বযুদ্ধের নানা গল্প কাহিনি নাড়া দেয় আজও। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/6
দীর্ঘদিন জরাজীর্ণতায় থাকার পর, অবশ্যই যা চকচকে রূপে রূপান্তরিত। এতদিন পরিত্যক্ত অবস্থায় থাকেলও সংস্কারের পর দারুন ব্যস্ত হয়ে উঠেছে ঐতিহাসিক এই সেতু। নতুন রঙ ও আলোয় সেজে উঠেছে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/6
ইতিহাস ঘেঁটে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জওয়ানদের যাতায়াতের সুবিধার জন্য উলুবেড়িয়া-মেদিনীপুর খালের উপরে তৈরি করা হয়েছিল এই সেতু। তারপর থেকে এই সেতু মানুষের মুখে মুখে 'মিলিটারী সেতু' নামে পরিচিত হয়ে ওঠে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/6
সেতুর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস। ফোর্ট উইলিয়াম থেকে কলাইকুন্ডা পর্যন্ত সামরিক গাড়ি চলাচল করত উলুবেড়িয়ার উপর দিয়ে। জানা যায়, ১৯৪৩ সাল নাগাদ মেদিনীপুর ক্যানালের উপর এই সেতু তৈরি করেছিল ব্রিটিশরা। দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়ে সেতুটি। সেতুর বিভিন্ন অংশে ভাঙন ও ফাটল দেখা দেয়। এরপর একটা সময় থেকে যান চলাচল প্রায় বন্ধ হয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
6/6
এ প্রসঙ্গে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান, ব্রিজটি মেরামতির দায়িত্ব পায় পি ডব্লিউ ডি। কয়েক মাস আগেই সংস্করণের কাজ সম্পন্ন হয়। তারপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় ঐতিহাসিক সেতুটি। প্রাচীন ইতিহাস বহনকারী এই সেতুটি বর্তমানে উলুবেড়িয়া তথা জেলার মানুষের খুব পছন্দের একটা সেতু। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Historical Bridge: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বহন করছে হাওড়ার মিলিটারি সেতু
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল