Bengal Mat: আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব সঙ্কটে বাংলার ঐতিহ্যবাহী মাদুর শিল্প
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangla Mat: হাতে বোনা মাদুর বাংলার ঐতিহ্যের এক শিল্পকলা। কিন্তু আধুনিক প্লাস্টিকের মাদুর এসে যাওয়ায় অস্তিত্ব সঙ্কটে ভুগছে এই হাতে বোনা মাদুর
advertisement
1/7

গরমে নাজেহাল পরিস্থিতি, বিছানায় গা ঠেকানো রীতিমতো দায় হয়ে পড়ছে মানুষের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে মেঝেতে মাদুর পেতে শুলে কিছুটা হলেও মেলে স্বস্তি
advertisement
2/7
আজও গ্রামবাংলায় সেই রীতি দেখা দেখা যায়, তবে হাতে বোনা মাদুরের জায়গা নিয়েছে প্লাষ্টিকের মাদুর। আর এই প্লাষ্টিকের মাদুরের দাপটে গ্রামবাংলার প্রাচীন এই কুটির শিল্প প্রায় অবলুপ্তির পথে
advertisement
3/7
বর্তমানে বাজারে হাতে বোনা মাদুরের চাহিদা ক্রমশ কমে যাওয়ায় অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা একাধিক পরিবার
advertisement
4/7
মাদুর শিল্পের করুন পরিস্থিতির বর্তমান ছবিটা দেখা গেল উত্তর ২৪ পরগনার স্বরুপনগর থানার চারঘাট এলাকায়। এই এলাকার চারঘাট বাজারের একসময় হাতে বোনা মাদুরের জন্য সুনাম ছিল সারা রাজ্যে
advertisement
5/7
বেশ কয়েক বছর আগেও চারঘাট মাদুর বাজার গমগম করত মাদুর শিল্পী ও ব্যবসায়ীদের আনাগোনায়। কয়েক বছর আগে পর্যন্তও ২৫-৩০ জন ব্যবসায়ী এই বাজারে মাদুরের ব্যবসা করলেও, আজ মাদুর শিল্পের দৈন্যদশায় চারঘাট মাদুর বাজারে ব্যবসায়ীর সংখ্যাটা মাত্র একজনে এসে দাঁড়িয়েছে
advertisement
6/7
এখন সেইসব অতীত। বর্তমানে হাতে বোনা মাদুরের জায়গায় প্লাস্টিক মাদুর বাজার দখল করায় অস্তিত্ব সঙ্কটের মুখে এইসব এলাকার হাতে বোনা মাদুর শিল্প
advertisement
7/7
চারঘাটের মাদুর শিল্পীদের একটাই আর্জি, বাংলার এই মাদুর শিল্পকে বাঁচাতে যদি সরকার কোন উদ্যোগ নেয়, তাহলে আবার অনেকেই এই পুরনো পেশায় ফিরে আসবে। আবারও স্বমহিমায় ফিরবে বাংলার হাতে বোনা মাদুর শিল্প
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bengal Mat: আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব সঙ্কটে বাংলার ঐতিহ্যবাহী মাদুর শিল্প