Freedom Fighter: ব্রিটিশ শাসনের ভিত কাঁপানো বিপ্লবী বটুকেশ্বর দত্তের অজানা ইতিহাস
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Freedom Fighter: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার। স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মও এই জেলাতেই। জীবনের শেষের দিকে কেটেছিল নিদারুন দারিদ্র্যে।জীবিকা নির্বাহের তাগিদে পরিবহন ব্যবসা করতেন। ২০ জুলাই ১৯৬৫ দিল্লির একটি হাসপাতালে লোক চক্ষুর অন্তরালে মৃত্যু হয় তার।
advertisement
1/5

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার। স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মও এই জেলাতেই।১৯১০ সালের ১৮ নভেম্বর পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বটুকেশ্বর দত্ত। বাবা কর্মসূত্রে কানপুরে থাকতেন।সেখানেই ছাত্রজীবনে জড়িয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। যোগদান করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন সংগঠনে।পরিচয় হয় বিপ্লবী ভগৎ সিং-এর সাথে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
১৯২৮ সালে স্যান্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং,শিবরাম রাজগুরু। ব্রিটিশ পুলিশ তাদের ও বটুকেশ্বর দত্তকে খুঁজছে হন্যে হয়ে,সেই সময় বিপ্লবী ভগৎ সিংকে সঙ্গে নিয়ে ওঁয়াড়িতে চলে আসেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত।সেখানেই টানা ১৮ দিন বাল্যবন্ধু নগেন্দ্রনাথ ঘোষের বাড়ির একটি সুরঙ্গ ছিলেন।পরে মহিলার ছদ্মবেশে পলায়ন করেন ও সেন্ট্রাল লিগেসলিটিভি অ্যাসেম্বলিতে বোমা ছুড়ে ইনক্লাব ধ্বনি দিয়ে আত্মসমর্পণ করেন।বোমা ছোঁড়ার পরিকল্পনা তারা করেছিলেন ওঁয়াড়ির বাড়ির ওই সুরঙ্গতে বসেই।
advertisement
3/5
ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত সেই বাড়ি ও সুরঙ্গ এখন ভগ্নপ্রায়। যেকোন দিন বিলীন হয়ে যাবে ইতিহাসের সাক্ষী এই বাড়ি ও সুরঙ্গ।বাড়িটি ধ্বসে যাওয়ার সাথে সাথে বিলীন হয়ে যাবে দেশকে স্বাধীন করার জন্য মহান বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনী।
advertisement
4/5
দেশ স্বাধীন হয় কিন্তু ভগৎ সিংকে সঙ্গী করে যে বাঙালি বিপ্লবী ইংরেজ শাসনের ভিত নড়িয়ে দিয়েছিল তাকে আর কেউ সেভাবে মনে রাখিনি।সরকারি সাহায্য বা সম্মান বিশেষ কিছুই পাননি তিনি বাকি জীবন কেটেছিল নিদারুন দারিদ্র্যে।২০ জুলাই ১৯৬৫ দিল্লির একটি হাসপাতালে লোক চক্ষুর অন্তরালে মৃত্যু হয় তার।
advertisement
5/5
পরবর্তীকালে রাজ্য সরকার বটুকেশ্বর দত্তের বসত বাড়িটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। সেখানে তৈরি করা হয়েছে অতিথি নিবাস পাশাপাশি ইতিহাসকে জানার জন্য তৈরি করা হচ্ছে সংগ্রহশালা। এছাড়াও স্মৃতি সংরক্ষন কমিটির পক্ষ থেকে বারে বারে নগেন্দ্রনাথ ঘোষের পরিবারের সাথে কথা বললেও অনেকজন সড়িক থাকায় বাড়িটি সংরক্ষণের জন্য নিতে পারেন নি। তাই ইতিহাসকে সাক্ষী রাখার জন্য বটুকেশ্বর দত্তের বাড়িতেই নগেন্দ্রনাথ ঘোষের বাড়ির আদলে একটি বাড়ি ও সুরঙ্গ তৈরি করছেন। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Freedom Fighter: ব্রিটিশ শাসনের ভিত কাঁপানো বিপ্লবী বটুকেশ্বর দত্তের অজানা ইতিহাস