Howrah News: প্রায় পাঁচশো বছরের পুরনো সিংটির আলুর দমের মেলা, আজ চলে ঐতিহ্য মেনে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
প্রায় ৫০০ বছরের প্রাচীন মেলার মূল আকর্ষণ আলুর দম, বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতা আসেন এই আলুর দমের মেলায়।
advertisement
1/5

ঐতিহ্যবাহী ভাই খাঁ পীরের মেলা, গ্রামীণ হাওড়ার প্রায় ৫০০ বছর প্রাচীন বিখ্যাত মেলা। এই মেলা সিংটির আলুরদম মেলা নামেও পরিচিত।
advertisement
2/5
শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই মেলার মূল আকর্ষণ আলুরদম মুড়ি ও কাঁকড়া। এই মেলা বিক্রি জিনিস মনে করিয়ে দেবে ১-২ দশক আগের হারিয়ে যাওয়া ছেলে বেলা।
advertisement
3/5
এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমিতে বসে মেলার পসরা। এখানে অধিকাংশ আলুর ক্ষেত। সেই সমস্ত জমি থেকে আলু তুলে তৈরি হচ্ছে আলুরদম। মেলায় হাজির হয়েছে অথচ এখানের আলুরদমের স্বাদ গ্রহণ করেননি এমন মানুষ নেই প্রায় অমিল।
advertisement
4/5
মেলায় নানা জিনিসের পসরা। হাওড়া হুগলি মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনার সহ বিভিন্ন স্থান থেকে ক্রেতা বিক্রেতা আসেন এই মেলায়।
advertisement
5/5
মেলা প্রাঙ্গণে বসে- দাঁড়িয়ে গরম গরম আলুরদম আর মুড়ি মেলায় আসা মানুষের প্রধান আকর্ষণ। বিশাল এলাকা জুড়ে মেলার পসরা বসে। কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে। ১ লা মাঘ এই মেলা অনুষ্ঠিত হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রায় পাঁচশো বছরের পুরনো সিংটির আলুর দমের মেলা, আজ চলে ঐতিহ্য মেনে