TRENDING:

East Bardhaman News: রেড রোডে ‘বাংলার বাউল’,স্বাধীনতা দিবসের মঞ্চে পূর্ব বর্ধমানের কাইতি গ্রামের শিল্পীরা

Last Updated:
রেড রোডে ‘বাংলার বাউল’, পূর্ব বর্ধমানের গর্ব কাইতি গ্রাম।আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের রাজ্য অনুষ্ঠান হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেই অনুষ্ঠানে ‘বাংলার বাউল’ শীর্ষক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করবেন পূর্ব বর্ধমানের শিল্পীরা। 
advertisement
1/5
রাজ্যস্তরের স্বীকৃতি, রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডাক পেল পূর্ব বর্ধমানের কাইতি গ্রামের শিল্পীরা
রাজ্যস্তরের কর্মশালায় পূর্ব বর্ধমানের লোকশিল্পীরা। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে জেলার দশজন লোকশিল্পী অংশ নিচ্ছেন একটি রাজ্যস্তরের কর্মশালায়। গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্মশালাটি শুরু হয়েছে ৬ অগাস্ট থেকে, চলবে ১৪ পর্যন্ত।( চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
আগামী ১৫ই আগস্ট কলকাতার রেড রোডে রাজ্যস্তরের অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই পূর্ব বর্ধমানের শিল্পীরা "বাংলার বাউল" শীর্ষক একটি বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা শুধু নিজেদের দলকেই নয়, বরং সমগ্র পূর্ব বর্ধমান জেলার লোকশিল্প ও সংস্কৃতিকে তুলে ধরবেন।এটি তাঁদের জন্য এক বিশাল সম্মান ও গর্বের বিষয় বলে জানান তারা।
advertisement
3/5
তাঁরা জানান, কাইতি গ্রামের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে আগামী ১৫ই অগাস্ট। রেড রোডে "বাংলার বাউল"-এ অংশগ্রহণ করার সুযোগ পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত কাইতি গ্রামের বাসিন্দাদের জন্য এক গর্বের বিষয়। 'অনন্যা' গ্রুপ রায়না ২ ব্লক থেকে তাঁদের পথচলা শুরু করেছিল। এবার তাঁরা সরাসরি রাজ্যের মূল মঞ্চে তাদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পাচ্ছে, যা তাঁদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের স্বীকৃতি।
advertisement
4/5
'অনন্যা' গ্রুপের এই সাফল্যের পিছনে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশাল অবদান রয়েছে বলে জানান তাঁরা। শিল্পীরা জানান, বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশ্বাস ও সহযোগিতার ফলেই দলটি রাজ্য মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছে। পাশাপাশি গ্রুপের পক্ষ থেকে এই বিভাগের প্রধান এবং সকল কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। জেলা প্রশাসনের এই সমর্থন লোকশিল্পীদের এগিয়ে যেতে সাহায্য করেছে।
advertisement
5/5
'অনন্যা' গ্রুপের এই রেড রোডে অনুষ্ঠানের সুযোগ শুধুমাত্র তাঁদের দলের বা কাইতি গ্রামের সাফল্য নয়, এটি সমগ্র পূর্ব বর্ধমান জেলার জন্য একটি বড় সাফল্য বলে মনে করছেন শিল্পীরা। এর মাধ্যমে জেলার লোকসংস্কৃতি এবং বাউল গানের ঐতিহ্য রাজ্যব্যাপী পরিচিতি পাবে। এটি অন্যান্য লোকশিল্পীদেরও তাঁদের শিল্পচর্চার প্রতি অনুপ্রাণিত করবে এবং তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা জাগাবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: রেড রোডে ‘বাংলার বাউল’,স্বাধীনতা দিবসের মঞ্চে পূর্ব বর্ধমানের কাইতি গ্রামের শিল্পীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল