North 24 Parganas News: বর্ষা বিদায়! তবু জলমগ্ন বসিরহাটের একাধিক গ্রাম! কবে মিলবে মুক্তি
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: বসিরহাট, বাদুড়িয়া, মিনাখা-সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বেশ কিছু গ্রামের বাসিন্দারা কার্যত জলমগ্ন অবস্থাতেই দিন কাটাচ্ছেন।
advertisement
1/5

বর্ষা কেটে গেলেও স্বস্তিতে নেই বসিরহাট মহাকুমার একাধিক গ্রামের মানুষ। টানা বৃষ্টির জল এখনও জমে রয়েছে গ্রামগুলোর রাস্তাঘাটে। বসিরহাট, বাদুড়িয়া, মিনাখা-সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বেশ কিছু গ্রামের বাসিন্দারা কার্যত জলমগ্ন অবস্থাতেই দিন কাটাচ্ছেন।
advertisement
2/5
জলমগ্ন অত্যন্ত করুণ ছবি দেখা মিলল বসিরহাট ২ নম্বর ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের চক ফারাসাতপুর, শিতুলিয়া, চাপাপুকুর রেলস্টেশন সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তাগুলোর আরও করুণ চেহারা নিয়েছে এই বর্ষায়।
advertisement
3/5
বিশেষ করে ছোট ছেলেমেয়েদের রাস্তায় জল ভেঙে হাঁটার দৃশ্য এখন নিত্যদিনের। কেউ কেউ খেলাচ্ছলে সেই জলে দাঁড়াচ্ছে বা হাঁটছে, কিন্তু এর মধ্যেও রয়েছে সংক্রমণও দুর্ঘটনার ঝুঁকি। এই জল দীর্ঘদিন দাঁড়িয়ে থাকলে মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কাও থেকে যায়।
advertisement
4/5
এলাকাবাসীরা বলছেন, বহুবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও সমস্যার স্থায়ী কোনও সমাধান হয়নি। তারা প্রশ্ন তুলেছেন—“প্রতি বছরই এমন দৃশ্য দেখতে হবে? বর্ষা এলেই কি আমাদের দুর্ভোগ শুরু হবে?”
advertisement
5/5
এখনও কবে এই জল সরবে, কবে রাস্তার হাল ফিরবে—সেই দিকেই চেয়ে এলাকাবাসী দিন গুনছেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তাগুলোর সংস্কার ও সঠিক নিকাশির ব্যবস্থা না করা হলে, প্রতি বছর এই দুর্ভোগ মাথায় নিয়েই বর্ষা পার করতে হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বর্ষা বিদায়! তবু জলমগ্ন বসিরহাটের একাধিক গ্রাম! কবে মিলবে মুক্তি