Sathya Sai Baba Prema Pravahini Rath: জেলায় জেলায় ঘুরছে চোখ ধাঁধানো প্রেম প্রবাহিনী রথ! কেন এমন আয়োজন, কি রয়েছে এই রথে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
প্রেম প্রবাহিনী রথ ঘিরে এখন উচ্ছ্বাস সত্য সাঁই বাবা ভক্তদের মধ্যে
advertisement
1/6

সত্য সাঁই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গোটা রাজ্যব্যাপী প্রেম প্রবাহিনী নামক একটি রথযাত্রার সূচনা করা হয়।
advertisement
2/6
মুর্শিদাবাদ জেলার সত্য সাঁই সেবা সমিতির সভাপতি ডাঃ চন্দ্রনাথ ভাস্কর জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের সত্য সাঁই জেলার সত্য সাঁই সেবা সমিতির উদ্যাগে এই রথ পরিক্রমা করছে গোটা দেশ ব্যাপী। সিকিম থেকে যাত্রা শুরু করে দার্জিলিং হয়ে ইতিমধ্যেই সমতলে প্রবেশ করেছে। বর্তমানে মুর্শিদাবাদে এসে পৌঁছেছে এই সুসজ্জিত সাঁই প্রবাহিনী রথ।
advertisement
3/6
শ্রী সত্য সাঁই সেবা প্রতিষ্ঠান ১৮৭ টি দেশকে যুক্ত করেছে নানা কাজের মাধ্যমে। বর্তমানে একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রূপ নিয়েছে। সাঁই বাবার শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষ্যে সত্য সাঁই বাবার নানা বাণী প্রচারের মধ্য দিয়ে প্রেম প্রবাহিনীর নামক একটি রথযাত্রা গোটা রাজ্য পরিক্রমা করা চলছে।
advertisement
4/6
এমনই পাঁচটি রথ শ্রী সত্য সাঁই বাবার আশ্রম প্রশান্তি নিলায়ম আশ্রম যাত্রা শুরু করে। যা বর্তমানে গোটা রাজ্যেই নানা বাণী ও শান্তির বার্তা ছড়িয়ে পরিক্রমা করছে।
advertisement
5/6
বৃহস্পতিবার সকালে বহরমপুরের সাঁই উদ্যান থেকে যাত্রা শুরু করে কান্দিতে এসে প্রবেশ করে। ঢাকের তালে রথ এগিয়ে আসে শহরের বুকে। কান্দি পাখমাড়া ডোবে উপস্থিত হলে চলে বেদপাঠ ও আরতি।
advertisement
6/6
একবার চোখের দেখা দেখতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এই রথ দর্শনের জন্য। আট থেকে আশি সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। রথের মধ্যে থাকা সত্য সাঁই বাবার পাদুকায় পুষ্প অর্পণের মধ্য দিয়ে ধূপ বাতি জ্বালিয়ে প্রণাম করতে দেখা যায় ভক্তদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sathya Sai Baba Prema Pravahini Rath: জেলায় জেলায় ঘুরছে চোখ ধাঁধানো প্রেম প্রবাহিনী রথ! কেন এমন আয়োজন, কি রয়েছে এই রথে