Royal Bengal Tiger Zinat: ঘুম পাড়ানি গুলি করেও কাবু করা গেল না জিনাতকে! নাকানিচোবানি খেল বন দফতর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Royal Bengal Tiger Zinat: বাঁকুড়ার গোসাইডিহি গ্রামে রাতভর চলছে বাঘবন্দি খেলা। ঘুমপাড়ানি গুলি করার পরেও আয়ত্তে আনতে পারেনি জিনাতকে। যদিও একই জায়গায় ঘোরাফেরা করছে জিনাত।
advertisement
1/6

বাঁকুড়ার গোসাইডিহি গ্রামে রাতভর চলছে বাঘবন্দি খেলা। ঘুমপাড়ানি গুলি করার পরেও আয়ত্তে আনতে পারেনি জিনাতকে। যদিও একই জায়গায় ঘোরাফেরা করছে জিনাত। প্রতীকী ছবি।
advertisement
2/6
জিনাতের অবস্থান একই জায়গায় বলেই জানিয়েছে বন দফতর। বাঁকুড়ার রানিবাঁধ এলাকার গোসাইডিহির লোকালয় সংলগ্ন এলাকায় রয়েছে বাঘিনি। প্রতীকী ছবি।
advertisement
3/6
সারারাত বন দফতরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলে জিনাত। ঘুমপাড়ানি গুলিতেও কাবু হয়নি জিনাত। তিনবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে। প্রতীকী ছবি।
advertisement
4/6
সকাল থেকে নতুন করে নেট দিয়ে এলাকা ঘিরে ফেলা হয়েছে। জিনাতকে ধরতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে বন দফতর।
advertisement
5/6
এখনও জিনাতকে ধরতে তৎপর বন দফতর। আর্থ মুভার দিয়ে জঙ্গলের এপ্রান্ত থেকে ওপ্রান্ত তল্লাশি চলছে। প্রতীকী ছবি।
advertisement
6/6
শনিবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে। সেই গুলি লাগার ফলে সাময়িক ঝিমিয়ে পড়লেও আবার চাঙ্গা হয়ে বনে ঢুকে যায় সে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger Zinat: ঘুম পাড়ানি গুলি করেও কাবু করা গেল না জিনাতকে! নাকানিচোবানি খেল বন দফতর