Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা! খড়দহের বিটি রোডে স্কুল বাসের ধাক্কা, পিষে মৃ*ত সাইকেল আরোহী, আহত ২, র*ক্তে ভাসল এলাকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bus Accident: খড়দহের বিটি রোডে বড় দুর্ঘটনা। স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর, আহত হয়েছেন দুজন। এই দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে আসে খরদহ থানার বিশাল পুলিশবাহিনী।
advertisement
1/4

সুবীর দে, খড়দহ: খড়দহের বিটি রোডে বড় দুর্ঘটনা। স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর, আহত হয়েছেন দুজন। এই দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে আসে খরদহ থানার বিশাল পুলিশবাহিনী।
advertisement
2/4
খড়দহের টাটা গেট সংলগ্ন বিটি রোডে সাইকেলে রাস্তা পার হচ্ছিলেন বাবলু সাউ নামে এক ব্যক্তি। অত্যন্ত দ্রুত গতিতে সেই সময় খড়দহের দিক থেকে টিটাগরের দিকে যাচ্ছিল একটি স্কুল বাস।
advertisement
3/4
সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় দ্রুত গতিতে স্কুলবাসটিকে ধাক্কা মারে সাইকেল আরোহী-সহ দু'জনকে। বাসের চাকার তলায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহী বাবলু সাউয়ের।
advertisement
4/4
আহত দু'জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনার পর বাস আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় পথ অবরোধ করে এলাকার মানুষজন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা! খড়দহের বিটি রোডে স্কুল বাসের ধাক্কা, পিষে মৃ*ত সাইকেল আরোহী, আহত ২, র*ক্তে ভাসল এলাকা