Weather Update: সোমেও ঝড়ের তাণ্ডব হতে পারে উত্তর ও দক্ষিণের কিছু জেলায়, কতদিন চলবে দুর্যোগ? বড় আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সোম থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে বরং শুকনো আবহাওয়াই থাকবে গোটা দক্ষিণবঙ্গে। যদিও এর আগে মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
1/5

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে রবিবারেও। বেশ কিছু দিন ধরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ধরে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব চলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে।
advertisement
2/5
সোম থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে বরং শুকনো আবহাওয়াই থাকবে গোটা দক্ষিণবঙ্গে। যদিও এর আগে মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
রবিবার কলকাতা, হাওড়া, হুগলি,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া- সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
4/5
উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার গতি কিছুটা বেশি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
advertisement
5/5
আগামী পাঁচ দিন সব জেলায় তাপমাত্রা একই থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: সোমেও ঝড়ের তাণ্ডব হতে পারে উত্তর ও দক্ষিণের কিছু জেলায়, কতদিন চলবে দুর্যোগ? বড় আপডেট দিল হাওয়া অফিস