Purulia Tourism: পুরুলিয়া কাশীপুর রাজবাড়ি যাচ্ছেন? বেড়ানোর প্ল্যান থাকলে অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
এই শীতে পুরুলিয়া যাচ্ছেন, ভাবছেন একবার ঢুঁ মেরে আসবেন কাশীপুর রাজবাড়ি? তাহলে এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন না হলে বিপদে পড়বেন!
advertisement
1/6

পুরুলিয়া জেলার অন্যতম ঐতিহ্য কাশীপুর রাজবাড়ি। ইতিহাসের স্মৃতি বিজড়িত গোটা রাজমহল জুড়ে। বহু পর্যটকই পুরুলিয়ার বেড়াতে এলে, রাজবাড়ি দেখতে না পাওয়ার কারণে মন খারাপ নিয়ে ফিরে যেতে হয়। (রিপোর্টার-- শর্মিষ্ঠা ব্যানার্জি বৈরাগী)
advertisement
2/6
মহারাজ জ্যোতিপ্রকাশ সিংহ দেও ১৯১৬ সালে চিন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন। টানা ১২ বছর ধরে চলেছিল এই রাজবাড়ির নির্মাণ কাজ। বেলজিয়াম থেকে আনা বিশাল ঝাড়লন্ঠন রয়েছে এই রাজবাড়ির অন্দরমহলে।
advertisement
3/6
রাজবাড়ির অন্দরমহলে থাকা লকার আনা হয়েছিল লন্ডন থেকে। সেই লকারে আজও বন্দি থাকে রাজ পরিবারের লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন বন্দুক সহ নানান নথিপত্র।
advertisement
4/6
পঞ্চকোট রাজবংশের রাজ রাজাদের শিকার করা বাঘ, সম্বর হরিণ-সহ বিভিন্ন বন্যপ্রাণের চামড়া রাসায়নিক মিশিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে রাজবাড়ির অন্দরমহলে। যা দেখলে মনে হয় জীবন্ত বন্যপ্রাণ।
advertisement
5/6
কাশীপুর পঞ্চকোটের এই রাজবাড়িকে রাজ্য পর্যটন দফতরের আওতায় নিয়ে এসে পর্যটকদের রাত্রিবাস করার প্রস্তাব রয়েছে। তবে সরকারের এই প্রস্তাবে এখনও পর্যন্ত শিলমোহর দেয়নি এই রাজ পরিবার।
advertisement
6/6
বিশেষ অনুমতিতে রাজবাড়ির অলিন্দ্য ঘুরে দেখার সুযোগ মেলে। এ-ছাড়াও দুর্গোৎসবের সময় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাজবাড়ির দরজা। তাহলে পুরুলিয়া বেড়াতে এলে আপাতত আপনাকে রাজবাড়ির বাইরে থেকেই চাক্ষুষ করে ফিরে যেতে হবে। (রিপোর্টার-- শর্মিষ্ঠা ব্যানার্জি বৈরাগী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Purulia Tourism: পুরুলিয়া কাশীপুর রাজবাড়ি যাচ্ছেন? বেড়ানোর প্ল্যান থাকলে অবশ্যই জানুন