Howrah News: গরমের ছুটিতে সাজো সাজো রব শহরে! শিশুদের অন্যতম আকর্ষণে হাওড়া উৎসব!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
গরমের ছুটির মরসুমে ১৭ বছর ধরে সমানে হাওড়া উৎসবের জনপ্রিয়তা, এবার আরও জাঁকজমক, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শিশুদের খেলনা সামগ্রী ও ঘর সাজানোর জিনিস, বিপুল সম্ভারে হাওড়া উৎসব
advertisement
1/5

গরমের ছুটিতে খুদেদের নজরে হাওড়া উৎসব! গরমের ছুটিতে শৈশব আরও আনন্দময় করে তুলতে বিশেষ উদ্যোগ। দারুণভাবে উপভোগ করছে শহরবাসী।হাওড়া উৎসব মানে আনন্দ হই হুল্লোড় শিশুদের আনন্দের সময় কাটানোর মুহূর্ত।
advertisement
2/5
গরমের ছুটির মরশুমে ১৭ বছর ধরে হাওড়া উৎসবের জনপ্রিয়তা। এবার আরও জাঁকজমক, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শিশুদের খেলনা সামগ্রী ও ঘর সাজানোর জিনিস। বিপুল সম্ভারে হাওড়া উৎসব।
advertisement
3/5
মেলা মানে মিলন উৎসব, তবে এই মেলার চিত্র একটু আলাদা, আরও পরিপাটি করে সাজানো মেলার চতুর্দিক। বিশাল এলাকা জুড়ে বিভিন্ন সামগ্রীর পসরা। ছোটদের পছন্দের বিভিন্ন রকমের দোলা। রয়েছে বইয়ের স্টলও।
advertisement
4/5
৭ ই এপ্রিল থেকে ১৫ই জুন পর্যন্ত হাওড়া উৎসব। বিভিন্ন জেলার বিখ্যাত জিনিসের পসরা। প্রতিদিন বিকেল থেকে রাত্রি ৯.৩০ পর্যন্ত মেলা চলছে। প্রতিদিনই অসংখ্য মানুষের উপস্থিতি মেলা প্রাঙ্গনে।
advertisement
5/5
হাওড়া উৎসব কমিটির কর্মকর্তা, সন্তোষ সরকার জানান, হাওড়া উৎসব শিশুদের গরমের ছুটির কথা গুরুত্ব রেখে গত ১৭ বছর ধরে জেলায় আয়োজিত হচ্ছে। প্রথম দশ বছর ডুমুরজলায় অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সময় ধরে রামরাজাতলা শংকর মঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরই জনপ্রিয়তা বাড়ছে হাওড়া উৎসবের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: গরমের ছুটিতে সাজো সাজো রব শহরে! শিশুদের অন্যতম আকর্ষণে হাওড়া উৎসব!