Howrah News: রাতের অন্ধকারে হাওড়ার গ্রামে সাইকেল নিয়ে ঘুরছে পুলিশ! কারণ জানলে অবাক হবেন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
আরও নিখুঁত জন সুরক্ষায় গ্রামীন হাওড়া জেলা পুলিশের থানায় থানায় সাইকেল বাহিনী, শুরু থেকে অতি সরু গলিপথে পুলিশ পৌঁছে যাবার স্বার্থে সাইকেল বাহিনী
advertisement
1/5

হাওড়া, রাকেশ মাইতি: নাগরিক সুরক্ষার স্বার্থে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইকেল বাহিনী! সাধারণ মানুষকে আরও বেশি সুরক্ষিত করতেই সাইকেলে পুলিশের অভিযান। চার চাকা গাড়ি বাইকের পাশাপাশি পুলিশের সাইকেল বাহিনী রাতের অন্ধকারে টহল দিচ্ছে এলাকায়।
advertisement
2/5

রাতের অন্ধকারে গ্রাম ও শহর বাসীকে সুরক্ষিত রাখতে সাইকেলে টহলদারি পুলিশের। একজন সাব ইন্সপেক্টর সহ মোট পাঁচজনের পুলিশের একটি দল, সাধারন মানুষকে আরও নিরাপত্তা দিতে এলাকা পরিদর্শনে থাকেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
চারচাকা দুই চাকার পর সাইকেলে অভিযানের মূল লক্ষ্য হল এলাকার সরু অলিগলি ও সংকীর্ণ রাস্তা যাতে সহজে পৌঁছান যায়। জনপদের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে মানুষকে নিরাপত্তা দিতেই পুলিশের এই উদ্যোগ।
advertisement
4/5
গত কয়েক মাস আগে থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইকেল বাহিনীর পথচলা শুরু। মূলত এই সাইকেল বাহিনী সারা বছরে বিভিন্ন উৎসব অনুষ্ঠান অর্থাৎ বিশেষ দিনগুলিতে নজরদারি চালায়। যাতে করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই দিক গুরুত্ব রেখে পুলিশের সাইকেল বাহিনী।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের প্রত্যেক থানা এলাকায় গভীর রাত পর্যন্ত নজরদারি চালায় এই সাইকেল বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, এর মাধ্যমে আরও নিখুঁতভাবে এলাকার অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে এই উদ্যোগ । (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: রাতের অন্ধকারে হাওড়ার গ্রামে সাইকেল নিয়ে ঘুরছে পুলিশ! কারণ জানলে অবাক হবেন