Howrah News: প্রতি ডট বলে চারা গাছ লাগানোর অঙ্গীকার, অভিনব উদ্যোগ খেলার মাঠে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: খেলার মাঠ থেকে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ, প্রতি ডট বলে চারা গাছ লাগানোর উদ্যোগ মাজু প্রিমিয়ার লিগে। যা দেখে অভিভূত সকলেই।
advertisement
1/5

প্রতি ডট বলে চারা গাছ লাগানোর অঙ্গীকার! অভিনব উদ্যোগ খেলার মাঠে, পরিবেশ রক্ষায় অভিনব ভাবনা মাজু প্রিমিয়ার লিগে।
advertisement
2/5
খেলা নিয়ে চর্চা গ্রাম ও শহর সর্বত্রই। বর্তমান সময়ে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে টেনিস ক্রিকেট খেলার চল দারুন ভাবে বেড়েছে। বহু টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও অভিনব উদ্যোগ গ্রহণে মাজু প্রিমিয়ার লিগ।
advertisement
3/5
স্থানীয় টেনিস ক্রিকেটারদের উৎসাহ দিতে এই লীগ। এই লীগের বেশ কিছু নিয়ম আরও বেশি করে মানুষের কাছে জনপ্রিয়তা যোগাচ্ছে। প্রতি দলে দুইজন করে অনূর্ধ্ব কুড়ি বয়সী খেলোয়াড় বাধ্যতামূলক।
advertisement
4/5
অধিক জনপ্রিয়তার অন্যতম কারণ হল। আইপিএলের নিয়মে মাজু প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়। এই খেলায় নিলাম পর্ব থেকে উৎসাহ দেখা যায় মানুষের মধ্যে।
advertisement
5/5
এবার তৃতীয় বর্ষে মাজু প্রিমিয়ার লীগ। প্রতিবছর মানুষের আগ্রহ বেড়েই চলেছে। মাঠে পুরুষদের পাশাপাশি মহিলা দর্শকও দেখা মেলে। গ্রামের মানুষের কাছে এই খেলা মানে উৎসবের মত। বর্তমান সময়ে স্মার্টফোনের আসক্তি থেকে মাঠে ফেরাতে এই উদ্যোগ যেমন দারুণভাবে সাড়া ফেলেছে। তেমনি এবার পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ। ২ ইনিংস মিলিয়ে ১৬ ওভারের খেলায় ফাইনালে যতগুলি ডট বল হবে। প্রতি বল পিছু একটি করে চারা গাছ লাগানোর অঙ্গীকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার পরিবেশ কর্মীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রতি ডট বলে চারা গাছ লাগানোর অঙ্গীকার, অভিনব উদ্যোগ খেলার মাঠে