Orange Alert For Heavy Rain: তেড়েফুঁড়ে আসছে বৃষ্টির ঝাপটা, বজ্র-বিদ্যুতের খেলায় কাঁপবে উত্তর থেকে দক্ষিণ, কোন জেলায় কখন বৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Orange Alert For Heavy Rain: রেশ কমলেও উত্তরে বৃষ্টি জারি থাকবে! কতদিন চলবে এই বৃষ্টি, দক্ষিণের একাধিক জেলাতেও জারি থাকবে তোলপাড়
advertisement
1/15

উত্তরে আজও ভারী বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টি পড়ছে। যা চলবে আরোও কিছুদিন।
advertisement
2/15
বঙ্গোপসাগরের থেকে জলীয়বাষ্প অন্যদিকে উত্তর-পশ্চিমের বাতাস। এই দুইয়ের সংস্পর্শে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলের জেলার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা৷
advertisement
3/15
সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে পূর্ব বিহারের উপর দিয়ে, আরেকটি বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব অসম দিয়ে৷ একটি অ্যাকটিভ ট্রফ বিস্তৃত রয়েছে অসম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত৷
advertisement
4/15
মালদহ: সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। যে কোন মুহূর্তে গৌড়বঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসবে বৃষ্টি। সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে।
advertisement
5/15
সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমনভাবে বৃষ্টি হয়নি। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গৌড়বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার ও শনিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/15
ভারী বৃষ্টিপাতের ফলে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমেছে। গত কয়েকদিনে কিছুটা বৃদ্ধি পেয়েছিল তাপমাত্রা। আবার বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটাই কম হবে।
advertisement
7/15
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই দিন মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে।
advertisement
8/15
বর্ষার মরশুমেও গত কয়েকদিন বৃষ্টি হয়নি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
9/15
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি।
advertisement
10/15
শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
advertisement
11/15
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/15
আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি চলবে।
advertisement
13/15
তবে আলিপুরদুয়ারের কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে। এই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার বৃষ্টি কিছুটা কমতে পারে।
advertisement
14/15
তবে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন উচু পার্বত্য এলাকায় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এক্ষেত্রে লাগাতার বৃষ্টিতে পার্বত্য এলাকায় নামতে পারে ধস।
advertisement
15/15
পাশাপাশি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। একইসঙ্গে বাড়তে পারে নদীর জলস্তর বাড়তে পারে। নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Orange Alert For Heavy Rain: তেড়েফুঁড়ে আসছে বৃষ্টির ঝাপটা, বজ্র-বিদ্যুতের খেলায় কাঁপবে উত্তর থেকে দক্ষিণ, কোন জেলায় কখন বৃষ্টি