TRENDING:

Operation Sindoor: লিথোগ্রাফিতে ফুটে উঠল 'অপারেশন সিন্দুর'! ভারত পাক যুদ্ধ পরিস্থিতি শিল্পীর চোখে

Last Updated:
Operation Sindoor: পেহেলগাঁও ঘটনার ঠিক প্রায় ১৫ দিনের মাথায় তার পাল্টা প্রত্যাঘাত হানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বেশ কিছু সন্ত্রাস ঘাঁটিতে, সেই ঘটনাকে সামনে রেখে শিল্পী সুরজিৎ অধিকারীর রঙ তুলিতে ফুটো উঠলো বিশেষ চিত্র
advertisement
1/6
লিথোগ্রাফিতে ফুটে উঠল 'অপারেশন সিন্দুর'! ভারত পাক যুদ্ধ পরিস্থিতি শিল্পীর চোখে
পেহেলগাঁও ঘটনার ঠিক প্রায় ১৫ দিনের মাথায় তার পাল্টা প্রত্যাঘাত হানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বেশ কিছু সন্ত্রাস ঘাঁটিতে। সেই ঘটনাকে সামনে রেখে শিল্পী সুরজিৎ অধিকারীর রঙ তুলিতে ফুটো উঠলো বিশেষ চিত্র।
advertisement
2/6
ভারত এই এই যুদ্ধ কৌশলের নাম রেখেছেন "অপারেশন সিন্দুর" এই অপারেশনের নামকরণের মাধ্যমে সে সমস্ত নিরীহ হিন্দু প্রাণ বলিদান দেওয়া বীর ভারতীয়দের কথা ভেবে। সে সমস্ত অশ্রু ঝরানো স্বামীহারা কারো বা সন্তান হারা মা ভাই বোনদের কথা মাথায় রেখে এই অপারেশনের নাম রাখা হয় সিন্দুর।
advertisement
3/6
এই অপারেশনের ফলে ধ্বংস হয়ে যায় লস্করবুলের সদর দফতর। ভারত এই অপারেশনের পূর্বাভাস ভারত মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ৭ তারিখে বড় কিছু হতে চলেছেন এবং দেশবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
4/6
এরই প্রেক্ষাপটে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলা ভবনের ছাত্র শিল্পী সুরজিৎ অধিকারী, তার শিল্পকলার মাধ্যমে এরাই এক ছবি ফুটিয়ে তুলেছেন লিথোগ্রাফি চিত্রের মাধ্যমে।
advertisement
5/6
শিল্পীর কথায়, চিত্রে দেখান হয়েছে একটি মিসাইলের উপরে একটি বাচ্চা কাঁদছে এবং মিসাইল টি এশিয়ার ম্যাপ এর উপরে দেখান হয়েছে এবং চারিদিকে রক্তের চিহ্ন দেখান হয়েছে এই বাচ্চাটির মধ্য দিয়ে ভীত সন্ত্রস্ত পাকিস্তানকে বা পাকিস্তানের অবস্থাকে বোঝানো হয়েছে।
advertisement
6/6
একই সঙ্গে ম্যাপটির মাধ্যমে দেখান হয়েছে বিশ্বশক্তির একত্রিত হয়ে সে সমস্ত রক্তচক্ষুকে অবহেলা করে মিসাইল তাদের টার্গেট আনতে সফল এবং এই রক্ত সে সমস্ত নিরীহ ভারতবাসী যারা সেদিন সামনে থেকে দেখেছিলাম। তাদের প্রিয়জনকে মারা যেতে হাওড়ার বাগনানের চিত্রশিল্পী সুরজিৎ এর আগেও বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে তার ছবি হয়ে ওঠে প্রতিবাদের মূল ভাষা। এবারও তার শিল্পকর্ম যেন প্রতিবাদের ভাষা হিসেবে জেগে উঠেছে "battlefield" ("যুদ্ধ ভুমি")
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Operation Sindoor: লিথোগ্রাফিতে ফুটে উঠল 'অপারেশন সিন্দুর'! ভারত পাক যুদ্ধ পরিস্থিতি শিল্পীর চোখে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল