North 24 Parganas News: শীতের রাতে দাউদাউ করে জ্বলল সেলাই কারখানা! হাসনাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ৫০ লক্ষের জিনিস
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
North 24 Parganas News: সেলাইয়ের কারখানাটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ভিতরে মজুত থাকা বিপুল পরিমাণ কাপড়, সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী আগুনে ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাংরা বাজার সংলগ্ন এলাকায় এদিন গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎই একটি সেলাইয়ের কারখানায় আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই গোটা কারখানায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
2/6
রাতের নিস্তব্ধতা ভেঙে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, সাধারণ উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
advertisement
3/6
আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ায় গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। আশেপাশের দোকান ও বাড়িঘরের অনেকেই আতঙ্কে নিরাপদ দূরত্বে সরে যান। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
advertisement
4/6
এই অগ্নিকাণ্ডে সেলাইয়ের কারখানাটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। কারখানার ভিতরে মজুত থাকা বিপুল পরিমাণ কাপড়, সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী আগুনে ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
advertisement
5/6
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
advertisement
6/6
সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। তবে গভীর রাতের এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শীতের রাতে দাউদাউ করে জ্বলল সেলাই কারখানা! হাসনাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ৫০ লক্ষের জিনিস