TRENDING:

Royal Bengal Tiger: নামেই বাঘ! মাংস খেতে পারে না! ভরসা বোনলেস চিকেন, এ কেমন 'টাইগার'!

Last Updated:
বর্তমানে এই পুনর্বাসন কেন্দ্রে সুন্দর ও সোহিনী নামক দুটি বাঘ রয়েছে। তারা এখানকার পরিবেশ ও আদব কায়দার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। 
advertisement
1/6
নামেই বাঘ! মাংস খেতে পারে না! ভরসা বোনলেস চিকেন, এ কেমন 'টাইগার'!
শিকার ধরে কড়মড় করে হাড় চিবিয়ে খেতেই অভ্যস্ত বাঘ। কিন্তু ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের নতুন অতিথি, আলিপুর চিড়িয়াখানা থেকে আসা স্ত্রী বাঘটি এদের থেকে একদম আলাদা। কারণ তার সামনের দুটি ক্যানাইন দাঁতের ছুঁচলো অংশ ভেঙে ভোতা হয়ে গিয়েছে। যার ফলে হাড়গোড় যুক্ত মাংস খেতে পারছে না সে।
advertisement
2/6
তাই এখন বোনলেস চিকেন দিয়েই খাওয়াদাওয়া সারতে হচ্ছে দক্ষিণরায়কে। চিকিৎসকরা বলছেন, এই বাঘটিকে সুন্দরবন জঙ্গল থেকেই উদ্ধার করা হয়েছিল।
advertisement
3/6
কোনও কারণে অন্য কোনও বাঘের সঙ্গে মারামারি করতে গিয়ে বা দুর্ঘটনায় তার সামনের ক্যানাইন দাঁত দুটি ক্ষতিগ্রস্ত হয়। যার জন্য শক্ত হাড়, মাংস ভেঙে চিবিয়ে খেতে সমস্যা হচ্ছে। সেটা দেখার পর এখন তাকে নরম মাংস দেওয়া হচ্ছে।
advertisement
4/6
তাতে অবশ্য কোনও সমস্যা নেই। দিব্যি খেয়ে সাবার করে দিচ্ছে বাঘটি। জানা গিয়েছে, ১০ বছর বয়স হলেও তাকে আর জঙ্গলে ছাড়া যাবে না। কারণ ওই দাঁতের সমস্যা। শিকার ধরে খেতে পারবে না সুন্দরবনের এই রাজা।
advertisement
5/6
এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। যেহেতু আলিপুর চিড়িয়াখানার কংক্রিটের পরিবেশে বহুদিন কাটিয়েছে ওই বাঘ, তাই নতুন জায়গায় মানিয়ে নিতে পারবে কি না সেটাই এখন দেখতে চাইছেন তাঁরা। তাই আপাতত বন্ধ ঘরেই রাখা হচ্ছে বাঘ মামাকে।
advertisement
6/6
বর্তমানে এই পুনর্বাসন কেন্দ্রে সুন্দর ও সোহিনী নামক দুটি বাঘ রয়েছে। তারা এখানকার পরিবেশ ও আদব কায়দার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। কখন খাবার দেওয়া হয় সেটাও তারা জানে। তাই এনক্লোজারের বাইরে জঙ্গল পরিবেশের মতো তৈরি করা বিচরণ কেন্দ্রে ঘোরাঘুরির পর ঠিক ওই সময় তারা খাঁচায় ফিরে আসে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger: নামেই বাঘ! মাংস খেতে পারে না! ভরসা বোনলেস চিকেন, এ কেমন 'টাইগার'!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল