TRENDING:

Viral Video| Mysterious Incident|| কাঠফাটা রোদে আকাশ থেকে খসল কিলো কিলো বরফের টুকরো, আতঙ্কে কাঁটা ডেবরা, দেখুন ছবিতে

Last Updated:
Mysterious Ice at Debra: বসন্তের সকালে হঠাৎই আকাশ থেকে পড়ল বরফের টুকরো, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়।
advertisement
1/6
কাঠফাটা রোদে আকাশ থেকে খসল কিলো কিলো বরফের টুকরো, আতঙ্কে কাঁটা ডেবরা, দেখুন ছবি
*বসন্তের শুরু থেকেই কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরম পশ্চিম মেদিনীপুরে। কিন্তু তার মাঝেই অন্য ছবি। আকাশ থেকে পড়ল বরফের চাঁই। না এটা দার্জিলিং কিংবা কাশ্মীর নয়, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় আকাশ থেকে পড়েছে প্রায় ১০ কিলো ওজনের বরফ। আর তা নিয়েই রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। প্রতিবেদন ও ছবিঃ রঞ্জন চন্দ।  
advertisement
2/6
*শনিবার সকালে আকাশ থেকে পড়ে এই বরফের টুকরো। কোথা থেকে এল এই বরফের চাঁই তা নিয়ে উঠছে নানাবিধ প্রশ্ন। ডেবরায় হঠাৎ করেই আকাশ থেকে এক ব্যাক্তির বাড়ির সামনে পড়ে ১০ কেজি ওজনের শিলা। যা প্রকৃত অর্থে বরফ। এই গরমে বরফের চাই পড়াতে হতবাক সকলে।
advertisement
3/6
*পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭নং মলিহাটি অঞ্চলের বালকচক এলাকায়। শনিবার সকাল সাড়ে আট'টা নাগাদ ওই এলাকার বাসিন্দা নকুল জানার বাড়ির সামনে শঁ শঁ শব্দের পরেই শিলটি মাটিতে পড়ে যায়। যার ওজন ১০-১২ কেজি বলে জানা গিয়েছে। যদিও কেউ আহত হননি।
advertisement
4/6
*দিনের বেলা সূর্যের আলোতে হঠাৎ করেই এই শিল পড়ায় হতবাক এলাকাবাসী। সেই বরফকে তুলে ওই ব্যক্তি একটি পাত্রে রাখেন। বরফ পড়ার ঘটনায় রীতিমত আতঙ্ক সৃষ্টি হয় পরিবারে। উৎসাহী গ্রামের লোক ছুটে আসেন এই আকাশ থেকে পড়া বরফ দেখতে।
advertisement
5/6
*মনে করা হচ্ছে বসন্ত কিংবা গ্রীষ্মে আকাশে ঘনীভূত হওয়া মেঘ কোনও কারণে জলকনা জমে রাসায়নিক ক্রিয়ার ফলে বরফে পরিণত হয় এবং সেই বরফ জমতে জমতে ঘনত্ব বেড়ে যা, সেটাই এ দিন ভূপৃষ্ঠে পড়ে।
advertisement
6/6
*স্বাভাবিক এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হওয়ার কোনও যুক্তি নেই বলে মনে করছেন বিজ্ঞানকর্মীরা। যদিও বসন্তের সকালে এমন বরফের চাই পড়াতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Viral Video| Mysterious Incident|| কাঠফাটা রোদে আকাশ থেকে খসল কিলো কিলো বরফের টুকরো, আতঙ্কে কাঁটা ডেবরা, দেখুন ছবিতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল