Murshidabad News: বিনা টিকিটে ট্রেনে চাপলেই মোটা টাকা জরিমানা, ফরাক্কা স্টেশনে একদিনে রেলের আয় লক্ষাধিক টাকা
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
আর বিনা টিকিটে ট্রেন- যাত্রা নয়, গুনতে হবে মোটা টাকা ফাইন
advertisement
1/5

জঙ্গিপুর, তন্ময় মণ্ডল: বিনা টিকিটে ট্রেনে চাপছেন? সাবধান হন আজই, গুনতে হবে মোট টাকা জরিমানা।
advertisement
2/5
বিনা টিকিটে ভ্রমণ করেন যাত্রীরা, এই অভিযোগ রেলের দীর্ঘদিনের। এবার একদিনেই বিপুল অঙ্কের জরিমানা আদায় করল ভারতীয় রেল। একদিনে জরিমানা আদায় হল দু'লক্ষ টাকার বেশি।
advertisement
3/5
১৩৪৩৪ ১৩৪৩৪ অমৃত ভারত এক্সপ্রেস এবং ১৩০৫৩ কুলিক এক্সপ্রেসে একটি বিশেষ অভিযান চালানো হয়। ফরাক্কা স্টেশনে দিনভর চলে এই অভিযান। অনিয়মিত ভ্রমণের ২৮৪ টি ঘটনা ধরা পড়ে। জরিমানা হিসেবে ২লক্ষ ৫হাজার ৫৩৫ টাকা জমা পড়েছে।
advertisement
4/5
যে টাকা জরিমানা হিসাবে জমা পড়েছে, তা সবটাই বিনা টিকিটে যাত্রা করা যাত্রীদের থেকে আদায় করা হয়েছে।
advertisement
5/5
মালদহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক রুপা মণ্ডল জানিয়েছেন, এই ধরণের টিকিট চেকিং আগামী দিনেও অব্যাহত থাকবে। ফলে ট্রেনে ভ্রমণ করতে গেলে নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট কাটা মাস্ট।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বিনা টিকিটে ট্রেনে চাপলেই মোটা টাকা জরিমানা, ফরাক্কা স্টেশনে একদিনে রেলের আয় লক্ষাধিক টাকা