নদীতে ভেসে আসছে বিরাট আকারের ওটা কী! দেখেই ঘাম ছুটল গ্রামবাসীদের!
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
নদীতে ভেসে আসছে বিরাট আকারের ওটা কী! যা দেখতে রীতিমতো উত্তেজনা শুরু
advertisement
1/5

বীরভূমের অজয় নদ থেকে একটি মর্টার শেলের মতো একটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার, নানুরের সিঙ্গিদহ সংলগ্ন লাউডোহা গ্রামের কাছে অজয় নদীর ধারে বস্তুটি জলে ভাসতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞদের দাবি, পুরনো সামরিক যান বা যুদ্ধাস্ত্রের মধ্যে এই মর্টারটি হতে পারে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
মনে করা হচ্ছে একটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বলে অনুমান। তবে গোলাকার ধাতব বস্তু দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। হঠাৎ এমন অচেনা বস্তু দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। সেই ধাতব জিনিসটি দেখতে ভিড় জমাতে শুরু করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বোলপুর থানায়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ওই ধাতব বস্তুটিকে নিজেদের দায়িত্বে নিয়ে নেয়। ঘিরে ফেলা হয় গোটা অজয় নদের চত্বর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বস্তুটি পরীক্ষা করার জন্য বোম্ব স্কোয়াডের বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন "নদীর চর থেকে এলাকাবাসীরা প্রথমে বিশালাকার গোলাকার ধাতব বস্তুটি দেখতে পাই। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়কেউ কেউ কৌতূহলবশত ভিড় জমালেও, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা চত্বর জুড়ে। তবে এখনও পরিষ্কার হয়নি বস্তুটি আসলে কী।"ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
তবে বস্তুটি আসলে বিস্ফোরক নাকি অন্য কিছু তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভূগোল বিভাগের অধ্যাপক মলয় মুখোপাধ্যায় বলেন, "অজয়কে নিয়ে গবেষণার সময় দেখা গেছে বন্যার জলের স্রোতে অনেক কিছুই এসে জমা হয়। বহুবছর নদীর বালির নিচে পড়ে থাকার পর ভেসে উঠেছে এ ধরনের বহু জিনিস। তবে বস্তুটি নিঃসন্দেহে একটি ইতিহাসের হদিশ দিচ্ছে।" এই নদী থেকে আগামী দিনে আরও অন্যান্য পুরনো ইতিহাসের সাক্ষী পাওয়া যেতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা।ছবি ও তথ্য: সৌভিক রায়