TRENDING:

Mashak Hill: মিনি অজন্তা ইলোরা, রয়েছে গুপ্ত গুহাও! অনেকেই জানেন না বাঁকুড়ার রহস্যময় গুহা

Last Updated:
Mashak Hill: বাংলার মানুষ বেছে নিচ্ছে ঘরের সামনে এই পাহাড় যেখানে গেলে পেয়ে যাবেন একটি গুপ্ত গুহা বাঁকুড়ার মশক পাহাড়কে।
advertisement
1/6
মিনি অজন্তা ইলোরা, রয়েছে গুপ্ত গুহাও! অনেকেই জানেন না বাঁকুড়ার রহস্যময় গুহা
বাংলার মানুষ বেছে নিচ্ছে ঘরের সামনে এই পাহাড় যেখানে গেলে পেয়ে যাবেন একটি গুপ্ত গুহা। গুহার ভিতরে পাথরের গায়ে খোদাই করা অসম্ভব সুন্দর কারুকার্য।
advertisement
2/6
কী ভাবছেন অজন্তা ইলোরা? তেমন টাই মনে হবে। ১১২ ফুট উঁচু এই মশক পাহাড়ের ওপরে আছে পুরনো শিব মন্দির, কালী মন্দির, ও অনেক পুরানো পাহাড়ি গুহা।
advertisement
3/6
বাঁকুড়া থেকে মশক পাহাড় ৪৮.৪ কিমি। বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে - ইন্দপুর বাংলা হয়ে - খাতড়া - মশক পাহাড়। মশক পাহাড়ের কাছে গিয়ে আপনি দেখতে পাবেন লম্বা শালগাছে ঘেরা মশক পাহাড়। তারপর কিছুটা ওপরের দিকে উঠলে বুঝতে পারবেন, রয়েছে পাথরের প্রাকৃতিক সিঁড়ি।
advertisement
4/6
সেই সিঁড়ি ধরে উপরে উঠলেই চোখের সামনে দেখতে পাবেন একটি গুহা। সাবধান! অন্ধকার এই গুহায় পর্যাপ্ত আলো নিয়ে তবেই প্রবেশ করুন। ভিতরে রয়েছে মা দুর্গার খোদাই করা প্রতিমা, রয়েছে মা কালী। এছাড়াও গুহার ডান দিক দিয়ে চলে যান পাহাড়ের উপরে। দেখতে পাবেন পুরো শহর খাতড়া।
advertisement
5/6
পর্যটক প্রসেনজিৎ মালাকার জানান, "এই পাহাড় থেকে দূরে খাতড়া শহর দেখা যাচ্ছে। দারুন সুন্দর লাগছে।"
advertisement
6/6
বিকেল বিকেল চলে আসুন খাতড়া। ঘুরে দেখুন এই পাহাড়। তারপর বেরিয়ে পড়ুন মুকুটমনিপুরের উদ্দেশ্যে। তবে মশক পাহাড়ের পাশে রয়েছে আরও একটি পাহাড় এবং ঝরনা। চাইলে সেগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mashak Hill: মিনি অজন্তা ইলোরা, রয়েছে গুপ্ত গুহাও! অনেকেই জানেন না বাঁকুড়ার রহস্যময় গুহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল