TRENDING:

Low Pressure Alert: যখন তখন ঘন কালো মেঘে ছাইছে আকাশ, তেড়ে তুমুল বৃষ্টি, নিম্নচাপের বিরাট খেলায় জেরবার বাংলা, রইল ঝড়-বৃষ্টির লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
Orange Alert: ঘূর্ণাবর্ত পরিণত নিম্নচাপে৷ তার করাল থাবায় জেরবার বাংলা৷ প্রবল বৃষ্টিতে তোলপাড় একের পর এক জেলা৷
advertisement
1/10
উত্তরের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা! আগস্টে ভোগাবে আদ্রজনিত অস্বস্তি
এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। বাংলার আকাশে দুর্যোগ। শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলছে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
advertisement
2/10
কলকাতা, নদিয়া, দুই ২৪ পরগণা ও হুগলি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/10
অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ বাকি জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/10
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের পর দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল এর সম্ভাবনা হাওয়া অফিসের রিপোর্টে।
advertisement
5/10
শিলিগুড়িতে সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে। পাহাড়েও মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকা গুলিতে।
advertisement
6/10
বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ি অঞ্চল ছাড়া উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা থাকলেও সেভাবে বৃষ্টি পড়েনি। ভ্যাপসা গরম ছিল।
advertisement
7/10
তবে শুক্রবার থেকে কিছুটা স্বস্তি মেলার আশ্বাস শুনিয়েছেন আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা।
advertisement
8/10
গোপীনাথ বাবু বলেছেন, 'মৌসুমী অক্ষরেখার পূর্বপ্রান্ত ফের উত্তরমুখী হয়েছে ফলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলের ভারী বৃষ্টি চলবে কদিন।'
advertisement
9/10
শুক্রবার থেকে মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের ফলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুই একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
10/10
জুলাই মাসে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমল। রাজ্যে মাত্র চার শতাংশ বৃষ্টির ঘাটতি জুলাইয়ের শেষ দিন। মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে সবথেকে বেশি ঘাটতি ৩৮ শতাংশ। Input- Anirban Roy
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Low Pressure Alert: যখন তখন ঘন কালো মেঘে ছাইছে আকাশ, তেড়ে তুমুল বৃষ্টি, নিম্নচাপের বিরাট খেলায় জেরবার বাংলা, রইল ঝড়-বৃষ্টির লেটেস্ট ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল