নিম্নচাপ-দুর্যোগ হুঁশিয়ারি বাংলায়...! কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টা? রাজ্যের কোন ৭ জেলাকে সতর্ক করল নবান্ন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
নিম্নচাপ ও তার জেরে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের জন্য রাজ্যের সাত জেলাকে সতর্ক করল নবান্ন। আজ বৃহস্পতিবার আগাম দুর্যোগের আশঙ্কা করে রাজ্যের এই জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্য সচিব।
advertisement
1/12

নিম্নচাপ ও তার জেরে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের জন্য রাজ্যের সাত জেলাকে সতর্ক করল নবান্ন। আজ বৃহস্পতিবার আগাম দুর্যোগের আশঙ্কা করে রাজ্যের এই জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্য সচিব।
advertisement
2/12
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হুঁশিয়ারি জারি করেছে আবহাওয়া দফতর। চায়না ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার(WIPHA) অংশ মিশে ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা।
advertisement
3/12
আগামী ২৪ ঘণ্টায় তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে।
advertisement
4/12
এই নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস। আজ বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৭ জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ারও আশঙ্কা।
advertisement
5/12
এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্য সচিব।
advertisement
6/12
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সাত জেলায় ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন।
advertisement
7/12
সেচ দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতরকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। দুই দফতরকে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও সুপারিশ মুখ্য সচিবের।
advertisement
8/12
প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির আশঙ্কা। কোথাও কোথাও একনাগারে বৃষ্টি চলতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। চলবে সোমবার পর্যন্ত।
advertisement
9/12
আজ , বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/12
তবে উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
11/12
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। দু এক জায়গায় দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
advertisement
12/12
কলকাতায় আজ, বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। নিম্নচাপের প্রভাবে কাল ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নিম্নচাপ-দুর্যোগ হুঁশিয়ারি বাংলায়...! কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টা? রাজ্যের কোন ৭ জেলাকে সতর্ক করল নবান্ন?