TRENDING:

Kaushiki Amavasya 2025 Indian Railways: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী, কতগুলো 'বাড়তি ট্রেন' চলবে ওই রুটে? মন্দির কমিটির আবেদনে মিলবে সাড়া?

Last Updated:
সাংসদ শতাব্দী রায়ও এই তিথিতে একাধিক স্পেশাল ট্রেন চেয়ে হাওড়ার ডিআরএমের কাছে আবেদন করেছেন। মন্দির কমিটির মতে, পর্যটকদের সুবিধার জন্যই এই আবেদন। সেইসঙ্গে রেলেরও আয় বাড়বে।
advertisement
1/7
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী,কতগুলো 'বাড়তি ট্রেন' চলবে ওই রুটে?
বীরভূম: প্রত্যেক বছরের মতন এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। (সৌভিক রায়)
advertisement
2/7
চলতি বছর কৌশিকী অমাবস্যায় ব্যাপক ভিড়ের সম্ভাবনা। আর সেই কারণে পূর্ব রেলের কাছে চিঠি পাঠালো প্রশাসন এবং তারাপীঠ মন্দির কমিটি। হাওড়া এবং শিয়ালদা এর পাশাপাশি দেওঘর সহ উত্তরবঙ্গ থেকেও বিশেষ ট্রেনের আবেদন জানানো হয়েছে।
advertisement
3/7
মূলত এই বীরভূমে তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য প্রায় ৭০ শতাংশ পর্যটক রেল পথে তারাপীঠ ভ্রমণের জন্য আসেন। তবে রেল পথে যে পরিমাণ ট্রেনের সংখ্যা রয়েছে সেই পরিমাণ ট্রেনের মাধ্যমে পর্যটকেরা তারাপীঠ পৌঁছাতে বেশ সমস্যার মধ্যে পড়েন কারণ অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আসতে হয় এতটা পথ।
advertisement
4/7
কয়েক বছর ধরে এই তিথিতে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালায় পূর্ব রেল। কিন্তু এবার শুধু হাওড়া থেকে নয়, শিয়ালদহ, দেওঘর ও উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে রামপুরহাট পর্যন্ত চারটি স্পেশাল ট্রেন চালানোর দাবি তুলল মন্দির কমিটি। তাঁদের পক্ষ থেকে বিষয়টি রেল কর্তাদের জানানো হয়েছে।
advertisement
5/7
সাংসদ শতাব্দী রায়ও এই তিথিতে একাধিক স্পেশাল ট্রেন চেয়ে হাওড়ার ডিআরএমের কাছে আবেদন করেছেন। মন্দির কমিটির মতে, পর্যটকদের সুবিধার জন্যই এই আবেদন। সেইসঙ্গে রেলেরও আয় বাড়বে।
advertisement
6/7
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন " কলকাতা ও সংলগ্ন এলাকার অনেক যাত্রীর শিয়ালদহ থেকে যাতায়াতে সুবিধা হয়। কিন্তু তাঁদের কথা ভাবছে না রেল। রামপুরহাটে টিকিট কাউন্টার বাড়ছে। কিন্তু ট্রেনের সংখ্যা বাড়ছে না। করোনা কাল থেকে একাধিক ট্রেন বন্ধ।
advertisement
7/7
তাই কৌশিকী অমাবস্যা তিথিতে শিলিগুড়ি, দেওঘর এবং শিয়ালদহ থেকে একটি করে স্পেশাল ট্রেন চালানো উচিত রেলের। " সব মিলিয়ে তারাপীঠ মন্দির কমিটির দাবি এই বছর প্রায় ৫ লক্ষ ভক্ত সমাগম হতে পারে এই তারাপীঠ মন্দিরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya 2025 Indian Railways: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী, কতগুলো 'বাড়তি ট্রেন' চলবে ওই রুটে? মন্দির কমিটির আবেদনে মিলবে সাড়া?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল