TRENDING:

ভাদ্র মাসের 'কৌশিকী অমাবস্যা'....! মা তারার 'বিশেষ' পুজোয় বিশেষ ভোগে কী কী? আয়োজন শুনলে চমকে যাবেন!

Last Updated:
Kaushiki Amabashya 2025: সারাদিন কী ভোগ নিবেদন করা হল মা তারাকে? কতক্ষণ চলবে পুজো? কত ভরি সোনা দিয়ে সাজানো হল মা তারাকে? কী জানাচ্ছেন মন্দির কমিটি জানুন বিস্তারিত 
advertisement
1/5
ভাদ্র মাসের 'কৌশিকী অমাবস্যা'! মা তারার 'বিশেষ' পুজোয় বিশেষ ভোগে কী কী? কতক্ষণ চলবে পুজো?
এইদিন বেলা ১১টা ৫৬ মিনিট থেকে শুরু হয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর এই অমাবস্যা তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। আর এই আমাবস্যা তিথিতে মা তারার বিশেষ পুজো হয়ে থাকে। পুজো হওয়ার পাশাপাশি মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। এই দিন ভোর বেলায় মা তারাকে স্নান করিয়ে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল দিয়ে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে লক্ষ লক্ষ ভক্তের জন্য খুলে দেওয়া হয়েছে মা তারার গর্ভগৃহের দরজা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
এরপরই দুপুরে মা তারাকে বিশেষ অন্নের ভোগ নিবেদন করা হয়। ভোগে ছিল পাঁচ রকমের ভাজা,পাঁচ রকমের মিষ্টি, পাঁচ রকমের সবজি, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, শোল মাছ পোড়া, বলির পাঁঠার মাংস, মাছের মাথা, কারন সহযোগে ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদন করার পর আবার পুনরায় লক্ষ লক্ষ ভক্তের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের দরজা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
এরপরেই আবার পুনরায় মা তারাকে সন্ধ্যা বেলায় বেনারসির সাজে সজ্জিত করে প্রায় দশ ভরি সোনার অলংকার দিয়ে সাজিয়ে বিশেষ সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। তারাপীঠ মন্দিরে আগত প্রায় লক্ষ লক্ষ ভক্ত জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেই আরতি দর্শন করেন। জয় তারা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
সন্ধ্যাবেলায় মা তারাকে আবার লুচি ,সুজি ,পাঁচ রকমের মিষ্টি , পাঁচ রকমের ভাজা, খই, মিষ্টি দই দিয়ে ভোগ নিবেদন করা হয়। অন্যদিকে তারাপীঠ মন্দির এবং তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজ সারারাত চলবে, এই হোম যজ্ঞ। ভক্তদের বিশ্বাস এই কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে হোম যজ্ঞ করলে মা তারা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে জানা গেছে এই দিন মধ্যরাত্রে রাত ১টা নাগাদ আবার পুনরায় মা তারাকে পুরোটা স্বর্ণালংকারে সাজিয়ে রাজরাজেশ্বরী বেশে নিশি আরতি করা হবে। নিশি আরতির পর আবার পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। সারারাত চলবে মায়ের বিশেষ পুজো।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভাদ্র মাসের 'কৌশিকী অমাবস্যা'....! মা তারার 'বিশেষ' পুজোয় বিশেষ ভোগে কী কী? আয়োজন শুনলে চমকে যাবেন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল