Kalbaishakhi Alert: চরম গরমে স্বস্তি! তুমুল কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড, প্রবল বৃষ্টিতে তোলপাড়! কলকাতায় কী হবে? লাল-হলুদ সতর্কতা দিল আলিপুর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Kalbaishakhi Alert: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে।
advertisement
1/11

*নাজেহাল গরমে নামবে স্বস্তির বৃষ্টি, এমনই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গেও। কালবৈশাখীর সতর্কতা আগামী সপ্তাহের শুরুতে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
2/11
*আগামিকাল শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের ৬-৭ জেলায়। উত্তরবঙ্গের এক জেলাও পুড়বে চরম গরমে। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাওমাত্রা থাকতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি। ফাইল ছবি।
advertisement
3/11
*দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা। রবিবার থেকে সোমবারের মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা ও শিলাবৃষ্টির মত পরিস্থিতির পূর্বাভাস। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। বাকি জেলাতেও ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে। ফাইল ছবি।
advertisement
4/11
*উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। শনিবার থেকে সোমবার ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে বইতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। দার্জিলিং-সহ বাকি জেলাতে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ফাইল ছবি।
advertisement
5/11
*জেলায় জেলায় অস্বস্তিকর আবহাওয়া। উপকূলবর্তী জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে আবহাওয়া বদল। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। ফাইল ছবি।
advertisement
6/11
*দক্ষিণবঙ্গে দাবদাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চরম অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন বিরাজ করবে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট জানা যায়, পশ্চিমে জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। ফাইল ছবি।
advertisement
7/11
*দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আরও ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
8/11
*পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় চরম অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের এই তিন জেলায় ভ্যাপসা গরমে নাজেহাল মানুষজন। ফাইল ছবি।
advertisement
9/11
*রবিবারের পর রাজ্যে জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। ২৫ এপ্রিল শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের লাল ও হলুদ সতর্কতা জারি। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের লাল সর্তকতা। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। ফাইল ছবি।
advertisement
10/11
*দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরের সর্বত্রই চরম অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় শুক্র এবং শনিবার তাপপ্রবাহের হলুদ সর্তকতা এই উপকূলবর্তী জেলাতে। ফাইল ছবি।
advertisement
11/11
*বিক্ষিপ্তভাবে শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে চলা সম্ভাবনা রয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল মানুষ। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalbaishakhi Alert: চরম গরমে স্বস্তি! তুমুল কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড, প্রবল বৃষ্টিতে তোলপাড়! কলকাতায় কী হবে? লাল-হলুদ সতর্কতা দিল আলিপুর