TRENDING:

Old Rituals: কদম ফুটলে শুরু চাঁচড় উৎসব, প্রাচীন রীতি মেনে জয়নগর মজিলপুর মেতে উঠল পঞ্চম দোলে

Last Updated:
Old Rituals: আগের রাতে চাঁচড়ে বাজিপোড়ানো অনুষ্ঠানের পরদিন দেবদোলে বিগ্রহ নিয়ে যাওয়া হয় দোলমঞ্চে। 
advertisement
1/6
কদম ফুটলে শুরু চাঁচড় উৎসব, প্রাচীন রীতি মেনে জয়নগর মজিলপুর মেতে উঠল পঞ্চম দোলে
জয়নগর মজিলপুরে প্রচীন রীতি মেনে পাঁচটি রাধাকৃষ্ণ বিগ্রহ ঘিরে ফাল্গুনী পূর্ণিমার প্রতিপদ থেকে পঞ্চমী এই পাঁচদিন পাঁচ বিগ্রহের দোল উৎসব অনুষ্ঠিত হয়।
advertisement
2/6
পূর্ণিমায় চাঁচড় অনুষ্ঠিত হবার পর প্রতিপদে প্রথম দোলটি হয় মজিলপুরের জমিদার দত্তবাড়িতে।নলেন গুড়ের মোয়া এবং দারুময়ী দেবী জয়চণ্ডীর অধিষ্ঠানের সূত্রে বিখ্যাত দক্ষিণবঙ্গের সমৃদ্ধ জনপদ জয়নগরের দোসর গ্রাম মজিলপুরের দত্তবাজারের নিকটেই সুবৃহৎ অট্টালিকাটি প্রাচীন দত্ত জমিদারবাড়ি।
advertisement
3/6
অতীত ঐতিহ্যের স্মারক সিংহদুয়ার। তারপর সেই কদম গাছ এবং তার পাশে শাখা দোল মঞ্চ ও শিবমন্দির। জমিদার বাড়ির অন্দরে অপূর্ব পঙ্খের কারুকাজ করা সুবৃহৎ আটচালা গোপালজীউ মন্দির।
advertisement
4/6
চন্দ্রকেতু দত্তের নাতির ছেলে রামচন্দ্র দত্তের হাতে জমিদারির সূচনাতিনিই রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং তাঁর আমলে দোল, রাস ও দূর্গাপূজা সাড়ম্বড়ে শুরু বলে কথিত আছে।
advertisement
5/6
জনশ্রুতি চন্দ্রকেতু দত্তের নিয়ে আসা সোনার গোপালজীউ চুরি গেলে রাধাকৃষ্ণ দত্ত বৃন্দাবন থেকে পদব্রজে অষ্টধাতুর গোপালজীউ এনে প্রতিষ্ঠা করেন। এই গোপালজীউকে ঘিরে হয় প্রথম দোল।
advertisement
6/6
আগের রাতে চাঁচড়ে বাজিপোড়ানো অনুষ্ঠানের পরদিন দেবদোলে বিগ্রহ নিয়ে যাওয়া হয় দোলমঞ্চে। সারাদিন এখানে বিগ্রহের পূজাপাঠ হয় এবং ভক্তরা বিগ্রহ আবীরে রাঙিয়ে আশীর্বাদ নেয়। মেলাও বসে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Old Rituals: কদম ফুটলে শুরু চাঁচড় উৎসব, প্রাচীন রীতি মেনে জয়নগর মজিলপুর মেতে উঠল পঞ্চম দোলে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল