TRENDING:

Indian Railways News: রোজ অফিস যাওয়ার সময় বাদুর ঝোলা! এবার যা সিদ্ধান্ত হল লোকাল ট্রেনের যাত্রীদের আর হবে না কষ্ট

Last Updated:
Indian Railways News: যাত্রী সুবিধায় এবার মেমু ট্রেন ভাগ করে ইএমইউ ট্রেন পরিষেবার সিদ্ধান্ত রেলের, কিন্তু তবে রেলের এই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে, এই সিদ্ধান্ত কিছুদিনের জন্য স্থগিত আছা তবে এই নোটিশ কার্যকর করা হবে হয়ত কিছু রদবদলের পরেই৷
advertisement
1/6
রোজ অফিস যাওয়ার সময় বাদুর ঝোলা! এবার যা সিদ্ধান্ত হল লোকাল ট্রেনের যাত্রীদের হবে সুবিধা
কৃষ্ণনগর: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার শিয়ালদহ শাখায় বড় সিদ্ধান্ত রেলের। রেল সূত্র মারফত খবর অনুযায়ী ১১ টি মেমু ট্রেনকে রুপান্তর করা হচ্ছে ইএমইউ ট্রেনে। যার ফলে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরতে আসা নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন যাত্রীরা। তবে রেলের এই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে, এই সিদ্ধান্ত কিছুদিনের জন্য স্থগিত আছা তবে এই নোটিশ কার্যকর করা হবে হয়ত কিছু রদবদলের পরেই৷
advertisement
2/6
৪ জুন থেকেই এই পরিষেবা কার্যকর করা হবে বলে রেলের তরফ থেকে জানা গিয়েছে। জানা যায় এর ফলে ট্রেনগুলি আর গ্যালোপিং ট্রেন হিসেবে চলবে না দাঁড়াবে সব স্টেশনে। ফলে আরও বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবেন ট্রেনগুলিতে।
advertisement
3/6
এর ফলে ভিড় কম হবে স্থানীয় লোকাল ট্রেনগুলিতেও বলে আশা করা যাচ্ছে। এর পাশাপাশি বাড়বে ট্রেনের গতি। যে দীর্ঘ সময় ট্রেনের জন্য অপেক্ষা করে থাকতে হতো যাত্রীদের তাও খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। দুটি ট্রেনের মাঝের সময়ের ব্যবধানও খানিকটা কমে যাবে এর ফলে।
advertisement
4/6
জানা যায় একই সঙ্গে শিয়ালদহ- কলকাতা - লালগোলা রুটের ৯ টি ট্রেন পরিষেবাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে।
advertisement
5/6
শিয়ালদহ- কলকাতা - কৃষ্ণনগর সিটি জংশন থেকে ইএমইউ লোকাল পরিষেবা ও কৃষ্ণনগর সিটি জংশন - লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার পরিষেবা (ও বিপরীতমুখী পরিষেবা) তে ভাগ করে তেমনটাই চলবে বলে জানা যাচ্ছে আপাতত রেল সূত্র মারফত। আর এর ফলেই স্বস্তি পেয়েছেন বেশিরভাগ কৃষ্ণনগর থেকে ট্রেন ধরা নিত্য যাত্রীরা।
advertisement
6/6
তারা জানাচ্ছেন, আগে কৃষ্ণনগর থেকে লালগোলা ট্রেন ধরতে গেলে জায়গা পাওয়া তো দূর কামরায় ওঠা পর্যন্ত যেত না। বহরমপুরের পর থেকেই ভিড়ে ঠাসা হয়ে আসতো সেই ট্রেনগুলি। তবে এবার লালগোলা শিয়ালদা ট্রেনকে দুই ভাগে ভাগ করা যদি হয়ে যায় তবে কৃষ্ণনগর থেকে যারা নিত্য যাতায়াত করেন ট্রেনে তাদের কাছে আরও বিকল্প ট্রেন খুলে যাবে। যার ফলে এই ভ্যাপসা গরমেও কিছুটা স্বস্তিতে যেতে পারবেন সাধারণ মানুষ। Input- Mainak Debnath
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways News: রোজ অফিস যাওয়ার সময় বাদুর ঝোলা! এবার যা সিদ্ধান্ত হল লোকাল ট্রেনের যাত্রীদের আর হবে না কষ্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল