TRENDING:

Indian Railways: সিউড়ি-কলকাতা রেল যোগাযোগে বড়সড় ধাক্কা, চার দিন বন্ধ একাধিক ট্রেন, আপনার যাত্রাপথে সমস্যা হবে না তো?

Last Updated:
ফলে সিউড়ি থেকে সরাসরি কলকাতা যাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনই, হুল এক্সপ্রেস, মেমু এবং ময়ূরাক্ষী এক্সপ্রেস একযোগে পরিষেবা বন্ধ বা রুট পরিবর্তিত অবস্থায় থাকবে।
advertisement
1/5
সিউড়ি-কলকাতা রেল যোগাযোগে বড়সড় ধাক্কা,৪দিন বন্ধ একাধিক ট্রেন,আপনি সমস্যায় পড়বেন না তো?
বীরভূম, সুদীপ্ত গড়াই: পূর্ব রেলের আসানসোল ডিভিশনের দুর্গাপুর স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য নভেম্বর মাস জুড়ে একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে, এই কাজ চলবে ২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। ফলে, সিউড়ি-কলকাতা রেল যোগাযোগে পড়তে চলেছে বড়সড় প্রভাব।
advertisement
2/5
রেলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সিউড়ি-শিয়ালদহ মেমু ট্রেন বন্ধ থাকবে ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত, এবং শিয়ালদহ-সিউড়ি মেমু বাতিল থাকবে ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে, যাত্রীদের অত্যন্ত জনপ্রিয় হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস উভয় দিকেই ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে না।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
নির্দিষ্ট কিছু দিনে হুল এক্সপ্রেস চললেও তার রুট ও সময়সূচিতে পরিবর্তন আসবে। রেল সূত্রে খবর, ২ রা নভেম্বর অর্থাৎ রবিবার, ১২ ও ১৬ নভেম্বর হাওড়া অভিমুখী হুল এক্সপ্রেস অন্ডাল হয়ে যাওয়ার পরিবর্তে সাঁইথিয়া ও বোলপুর হয়ে বর্ধমান পৌঁছাবে। অন্যদিকে, ৩, ৪ ও ১৪ নভেম্বর হাওড়া থেকে সিউড়িগামী হুল এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়বে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
এছাড়া, হাওড়া-দেওঘর ময়ূরাক্ষী এক্সপ্রেস-এরও রুট পরিবর্তন করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই ট্রেনটি খানা জংশন থেকে অন্ডাল নয়, বরং বোলপুর হয়ে সাঁইথিয়া পৌঁছাবে। ফলে সিউড়ি থেকে সরাসরি কলকাতা যাওয়ার তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনই, হুল এক্সপ্রেস, মেমু এবং ময়ূরাক্ষী এক্সপ্রেস একযোগে পরিষেবা বন্ধ বা রুট পরিবর্তিত অবস্থায় থাকবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, "দুর্গাপুর স্টেশনে চলা নন-ইন্টারলকিং কাজ সম্পূর্ণ হওয়ার পর সিগন্যাল ও ট্র্যাকের মান উন্নত হবে। দীর্ঘমেয়াদে যাত্রীদের জন্য এটি আরও নিরাপদ ও কার্যকর পরিষেবা নিশ্চিত করবে।" তবে আপাতত সিউড়ি থেকে কলকাতা অভিমুখী যাত্রীদের পড়তে চলেছে ভোগান্তির মুখে, কারণ চলতি মাসের আরও কয়েকটি দিনেও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: সিউড়ি-কলকাতা রেল যোগাযোগে বড়সড় ধাক্কা, চার দিন বন্ধ একাধিক ট্রেন, আপনার যাত্রাপথে সমস্যা হবে না তো?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল