TRENDING:

Indian Railways: "হে ভগবান, এ কোন ট্রেনে আমি উঠে পড়লাম", বলেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মহিলার! তারপর ঘটে গেল বিরাট কাণ্ড

Last Updated:
শনিবার দক্ষিণপূর্ব রেলের আদ্রা শাখার পুরুলিয়ার রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে পুরুলিয়া- আসানসোল লোকাল প্যাসেঞ্জার ছাড়ে। সেই সময় ওই ট্রেন ট্রেনের চেপে পড়েন রাঁচির বুন্ডরু এলাকার এক মহিলা।
advertisement
1/7
"হে ভগবান, এ কোন ট্রেনে আমি উঠে পড়লাম", বলেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মহিলার! তারপর...
পুরুলিয়া: ভুল ট্রেনে চেপে গিয়ে বাধলো বিপত্তি। ‌ট্রেন ছাড়তেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল এক মহিলা যাত্রী। জখম মহিলাকে ‌হাসপাতালে নিয়ে যায় আরপিএফ কর্মীরা। ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়া রেল স্টেশনে। (শর্মিষ্ঠা ব্যানার্জি)representative image created by AI
advertisement
2/7
সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার দক্ষিণপূর্ব রেলের আদ্রা শাখার পুরুলিয়ার রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে পুরুলিয়া- আসানসোল লোকাল প্যাসেঞ্জার ছাড়ে। সেই সময় ওই ট্রেন ট্রেনের চেপে পড়ে রাঁচির বুন্ডরু এলাকার এক মহিলা। ট্রেনটি চালু হওয়ার পর সে বুঝতে পারে এই ট্রেনটি রাঁচির দিকে যাচ্ছে না, যাচ্ছে আসানসোলের দিকে।‌
advertisement
3/7
আর তা বুঝতে পেরে কোনও কিছু না ভেবেই তৎক্ষণাৎ সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারে। তাতেই গুরুতর ভাবে জখম হয় ওই মহিলা।
advertisement
4/7
সঙ্গে সঙ্গে পুরুলিয়া আরপিএফ-এর কর্মীরা তাকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তারপরে ওই মহিলার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তারা। এরপর ওই মহিলাকে ওষুধ ও প্রয়োজনীয় খাবার কিনে দেন তারা।
advertisement
5/7
মহিলার প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন আরপিএফ কর্মীরা। এরপর রাঁচিগামী ট্রেনে উঠিয়ে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন আরপিএফ কর্মীরা।
advertisement
6/7
প্রতি মুহূর্তেই ভারতীয় রেলের পক্ষ থেকে চলন্ত ট্রেনে উঠা-নামা না করার জন্য সতর্ক করা হয় রেল যাত্রীদের। কিন্তু তারপরেও যাত্রীদের মধ্যে সচেতনতার অভাব দেখতে পাওয়া যায়। ‌
advertisement
7/7
আর তাতেই ঘটে একের পর এক বিপত্তি।‌ এই দিনের ঘটনাও খানিকটা একই রকম। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই মহিলা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: "হে ভগবান, এ কোন ট্রেনে আমি উঠে পড়লাম", বলেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মহিলার! তারপর ঘটে গেল বিরাট কাণ্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল