India Bangladesh Relations: কলকাতার খিদিরপুর থেকে ফিরছিল বাংলাদেশি জাহাজ, মাঝনদীতে যা ঘটল... কেঁপে গেল বাংলাদেশ
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
India Bangladesh Relations: মুড়িগঙ্গা নদীতে ডুবছে বাংলাদেশী জাহাজ। জাহাজের তলায় ছিদ্র হয়ে সেখান থেকে জল ঢুকতে শুরু করলে এই বিপত্তি ঘটে। বর্তমানে জাহাজ থেকে নাবিকদের নামিয়ে জাহজটিকে সারানোর চেষ্টা করা হচ্ছে।
advertisement
1/5

নামখানা: মুড়িগঙ্গা নদীতে ডুবছে বাংলাদেশী জাহাজ। জাহাজের তলায় ছিদ্র হয়ে সেখান থেকে জল ঢুকতে শুরু করলে এই বিপত্তি ঘটে। বর্তমানে জাহাজ থেকে নাবিকদের নামিয়ে জাহজটিকে সারানোর চেষ্টা করা হচ্ছে।
advertisement
2/5
সূত্রের খবর, বাংলাদেশে যাওয়ার পথে নামখানার নান্দাভাঙার কাছে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে এমভি সোহান মালতি নামের ওই পণ্যবাহী জাহাজটি। জাহাজটি তিনদিন আগে খিদিরপুর থেকে ছাই ভর্তি করে বাংলাদেশের দিকে রওয়ানা দিয়েছিল। এরপর জাহাজটি নামখানায় আসার পথে এই ঘটনার সম্মুখীন হন।
advertisement
3/5
বর্তমানে জাহাজের নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন পুলিশ জেলার পুলিশকর্মীর। জাহাজের নাবিকদের অন্য একটি বাংলাদেশী জাহাজের তুলে দেওয়া হয়েছে। যখন জাহাজের ভিতরে জল ঢুকতে শুরু করেছিল, তখন ধীরে ধীরে সেটি ডুবতে শুরু করে। জাহাজে আটকে ছিলেন ৮ জন নাবিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ।
advertisement
4/5
খবর দেওয়া হয়েছে বার্জের এজেন্সি এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষকে। বিষয়টি প্রশাসনের নজরদারির আওতায় আছে। বার্জটিতে প্রচুর ছাই রয়েছে বলে নাবিকরা পুলিশকে জানিয়েছে। এই ছাই নদীর জলে মিশে গেলে দূষণ ছড়াতে পারে। এই ছাই নদীর জলে মিশে গেলে মাছেরও প্রচুর ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
5/5
এর আগেও একাধিক বার মুড়িগঙ্গা নদীতে বাংলাদেশের আরও একাধিক পণ্যবাহী বার্জ ডুবে গিয়েছিল। বেশীরভাগ বার্জে ছাই ভর্তি ছিল। তখন সেগুলি থেকে দূষণ ছড়িয়েছিল। আর এবার এই জাহাজ থেকে দূষণ ছড়ানোর আশঙ্কা তৈরি হওয়ায় মৎস্যজীবীরা কিছুটা নিরাশ হয়েছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Relations: কলকাতার খিদিরপুর থেকে ফিরছিল বাংলাদেশি জাহাজ, মাঝনদীতে যা ঘটল... কেঁপে গেল বাংলাদেশ