IMD Rain Alert: কলকাতায় নামল ঝেঁপে, জেলায়গুলিতে রাত থেকেই তোলপাড় শুরু? শুক্রবার সকাল থেকে ৭২ ঘণ্টা কতটা দুর্ভোগ, দুর্যোগ? জানিয়ে দিল আলিপুর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
IMD Rain Alert: মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে প্রভাব পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে।
advertisement
1/5

*আগামী কয়েক ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে এটি উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তার অভিমুখ থাকবে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিক অর্থাৎ উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
advertisement
2/5
*এখনই বৃষ্টি কমছে না। মৎস্যজীবীদের জন্য ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত থাকছে সতর্কতা। দমকা হাওয়া বইতে পারে। এরই পাশাপাশি নতুন করে ২৭ তারিখ আরও একটি নিম্নচাপ তৈরি হবে। ২৭ এবং ২৮ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়।
advertisement
3/5
*আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা। সোম ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ ২২ দিনে এই নিয়ে বঙ্গোপসাগরে পাঁচবার নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচপের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গ জুড়েই। দক্ষিণবঙ্গে আবারও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/5
শুক্রবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। ২৭ জুলাই রবিবার পর্যন্তও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা।
advertisement
5/5
*নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। সমুদ্র তীরবর্তী এলাকার নিচু জায়গায় সমুদ্রের জলোচ্ছ্বাসে জলবন্দি হওয়ার সম্ভাবনা। পশ্চিমবাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের বুধবার বিকেলের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হয়েছে হাওয়া অফিসের বুলেটিনে। এমনকি রবিবার পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Rain Alert: কলকাতায় নামল ঝেঁপে, জেলায়গুলিতে রাত থেকেই তোলপাড় শুরু? শুক্রবার সকাল থেকে ৭২ ঘণ্টা কতটা দুর্ভোগ, দুর্যোগ? জানিয়ে দিল আলিপুর