IMD Bengal Weather Update: পূবালী হাওয়ার দাপট! ফিরবে ঠান্ডা? নাকি এই সপ্তাহেই বিদায় শীতের? নতুন আপডেট দিল হাওয়া অফিস
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: আংশিক মেঘলা আকাশ এবং পূবালী হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরে। স্বাভাবিকের চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস ওপরে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে উঠলো সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা।
advertisement
1/6

আংশিক মেঘলা আকাশ এবং পূবালী হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরে। স্বাভাবিকের চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস ওপরে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে উঠলো সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা।
advertisement
2/6
কাল থেকে দক্ষিণবঙ্গে কিছুটা নিম্নমুখী হবে। ফের সামান্য নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কাল থেকে পরিষ্কার আকাশ; দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে তিন দিনে। সকাল সন্ধ্যা সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বাংলা থেকে বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
3/6
সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা কয়েক জেলায় ঘন কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশের সম্ভাবনা।
advertisement
4/6
ঘন কুয়াশার সতর্কতা। আজ উত্তরবঙ্গের ছয় জেলা এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা।
advertisement
5/6
কলকাতাআজকেও ২২ ডিগ্রিতে কলকাতার পারদ। স্বাভাবিকের তুলনায় যা প্রায় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে। সকালে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ; কখনো পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
6/6
কলকাতার তাপমানআজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Bengal Weather Update: পূবালী হাওয়ার দাপট! ফিরবে ঠান্ডা? নাকি এই সপ্তাহেই বিদায় শীতের? নতুন আপডেট দিল হাওয়া অফিস