IMD Weather Update: শীতের ঝোড়ো ইনিংস জেলায় জেলায়, হু হু করে নামছে পারদ! কাঁপুনি এবার হাড়ে ধরবে
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: ঠান্ডায় কাবু একাধিক জেলা। অন্যান্য বছরের তুলনায় রেকর্ড তাপমাত্রার পারদ পতন। স্বাভাবিকভাবে হাড়ে কাঁপুনি, শীতে জবুথবু দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
advertisement
1/6

বদলাচ্ছে আবহাওয়া। বছরের শেষে তাপমাত্রা ছিল প্রায় ৮ ডিগ্রির কিছুটা বেশি। তবে নতুন বছরে সামান্য তাপমাত্রা বাড়লেও তেমন হেরফের হয়নি। সামান্য ১-২ ডিগ্রি বেড়েছে পারদ। তবে নতুন বছরের প্রথম সপ্তাহেও ব্যাপক ঠান্ডা দক্ষিণবঙ্গ জুড়ে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও রবিবারের সকাল থেকে ব্যাপক ঠান্ডা উত্তুরে হাওয়া জেলা জুড়ে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
এমনিতেই জঙ্গলমহলের জেলা গুলোতে তাপমাত্রা নিম্নমুখী থাকে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে প্রতি শীতে অন্যান্য জেলার তুলনায় তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও এবারে যেন বেশি ঠান্ডা জেলাজুড়ে। এমনিতে আলিপুর আবহাওয়া দফতর জঙ্গলমহলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস শুনিয়েছিল।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রবিবারের পর সোমবারও একই তাপমাত্রা বজায় থাকবে জঙ্গলমহলের জেলাগুলিতে। রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। সকাল ১০ টা পর্যন্ত রোদের দেখা নেই। শীতে জবুথবু জঙ্গলমহল।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
আবহাওয়ার দফতরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ১২ ডিগ্রি, একইভাবে সৈকত শহর দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। তবে অন্যদিকে, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে যেন ঝড়ো ইনিংস খেলছে শীত। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, একই ধারাবাহিকতায় বজায় রেখেছে জঙ্গলমহল পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২১ এবং সর্বনিম্ন ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
সামনেই মকর সংক্রান্তি। জঙ্গলমহলে জেলা জুড়ে ব্যস্ততা তুঙ্গে। আর সংক্রান্তির প্রাক্কালে জঙ্গলমহল জুড়ে শীতের খেলা। সকাল ১০ টা পর্যন্ত যেন কোনও কাজে হাত লাগানোই যায় না। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বেশ কয়েকদিন ধরে এই তাপমাত্রা বজায় থাকবে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
ঠান্ডায় কাবু জঙ্গলমহল। অন্যান্য বছরের তুলনায় জঙ্গলমহলের রেকর্ড তাপমাত্রার পারদ পতন। স্বাভাবিকভাবে হাড় কাপানো শীতে জবুথবু জঙ্গলমহল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: শীতের ঝোড়ো ইনিংস জেলায় জেলায়, হু হু করে নামছে পারদ! কাঁপুনি এবার হাড়ে ধরবে