Weather Update: তাপপ্রবাহের মাঝেই স্বস্তির আশ্বাস! আকাশ কাঁপিয়ে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া...তোলপাড় করা আপডেট হাওয়া অফিসের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Weather Update: ক্ষণে ক্ষণে ভোল বদল হচ্ছে আবহাওয়ার। কখনও গরম তো কখনও বৃষ্টি। নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন। প্রবল ভ্যাপসা গরমের মাঝেই ঝড়বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের।
advertisement
1/8

ক্ষণে ক্ষণে ভোল বদল হচ্ছে আবহাওয়ার। কখনও গরম তো কখনও বৃষ্টি। নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন। প্রবল ভ‍্যাপসা গরমের মাঝেই ঝড়বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের।
advertisement
2/8
জেলা পুরুলিয়াতেও আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে। তবে পূর্বাভাস অনুযায়ী এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। শুষ্ক রয়েছে জেলার বিভিন্ন প্রান্ত। তাপমাত্রার পারদও সেভাবে কমেনি। ভ্যাপসা গরমের অনুভূতি রয়েছে সর্বত্র।
advertisement
3/8
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
4/8
তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও গরমের প্রভাব কমেনি জেলায়। হাঁসফাঁস করছে জেলাবাসী। তবে এর মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা এখনও জারি রেখেছে হাওয়া অফিস। তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে।
advertisement
5/8
বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলা সহ একাধিক জেলায়।
advertisement
6/8
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।
advertisement
7/8
হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই জেলাগুলিতে। দক্ষিণের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে জেলাগুলিতে। বৃষ্টিতে ভিজবে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
8/8
তবে এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তীব্র গরম থেকে আপাতত খানিকটা স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গ বাসীদের। বৃষ্টি হতে পারে একাধিক জায়গাতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ভিজতে পারে জেলা পুরুলিয়া।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: তাপপ্রবাহের মাঝেই স্বস্তির আশ্বাস! আকাশ কাঁপিয়ে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া...তোলপাড় করা আপডেট হাওয়া অফিসের