IMD Rain Alert: শক্তি বাড়িয়ে ফুঁসছে নিম্নচাপ! মঙ্গলে দিনভর ঝড়বৃষ্টিতে তোলপাড় কোন কোন জেলা? আলিপুরের লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
IMD Rain Alert: দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ কর্মশক্তি বাড়াচ্ছে। অন্যদিকে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আপাতত আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস।
advertisement
1/8

*দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, বঙ্গোপসাগরে নিম্নচাপ কর্মশক্তি বাড়াচ্ছে। অন্যদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আপাতত আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে মূলত মেঘলা আকাশ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। কোন কোন জেলায় একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
2/8
*৩০ জুন সোমবার থেকে নিম্নচাপের এই ভারী বৃষ্টি চলবে ১ জুলাই মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে সামান্য আবহার উন্নতি হলেও বৃষ্টির ভ্রুকুটি থাকবে দক্ষিণবঙ্গে। ফাইল ছবি।
advertisement
3/8
*আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, উত্তর-পশ্চিম বঙ্গোসাগরে নিম্নচাপটি ক্রমে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। বর্তমানে অবস্থান করছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গের দিঘার কাছাকাছি জায়গায় এই নিম্নচাপ অবস্থান করছে। ফলে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।
advertisement
4/8
*দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
5/8
*একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ, অন্যদিকে পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই জোড়া ফলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারবে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে। ফাইল ছবি।
advertisement
6/8
*দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। ফাইল ছবি।
advertisement
7/8
*৩০ জুন সোমবার সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘলা। সকালে এক পশলা বৃষ্টি হয়েছে জেলার দিঘা-সহ উপকূলবর্তী এলাকায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে, উত্তাল রয়েছে সমুদ্র। ফাইল ছবি।
advertisement
8/8
*হাওয়া অফিসে রিপোর্টে জানা গিয়েছে, দিঘা-সহ জেলার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা দিঘা-সহ জেলায়। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Rain Alert: শক্তি বাড়িয়ে ফুঁসছে নিম্নচাপ! মঙ্গলে দিনভর ঝড়বৃষ্টিতে তোলপাড় কোন কোন জেলা? আলিপুরের লেটেস্ট আপডেট