TRENDING:

Huge Income In Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দিরে ৬ মাসেই ৯০ লক্ষ পুণ্যার্থী, প্রণামী বাক্স উপচে যাচ্ছে কোটি-কোটি টাকায়

Last Updated:
Huge Income In Digha Jagannath Mandir: রাজ্যের নবীনতম তীর্থস্থান দিঘার জগন্নাথ মন্দিরের আয় জানলে অবাক হবেন
advertisement
1/5
দিঘার জগন্নাথ মন্দিরে ৬ মাসে ৯০ লক্ষ পুণ্যার্থী,প্রণামী বাক্স উপচে যাচ্ছে কোটি-কোটি টাকায়
গত ছ’মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই দিঘায় তার স্বপ্নের জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। মন্দিরকে ঘিরে বিতর্কও কম হয়নি, কিন্তু সমস্ত বিতর্ককে পিছনে ফেলে দিঘার জগন্নাথ মন্দির আজ জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রণামী বাক্সে জমা হওয়া বিপুল অর্থ প্রমাণ করে ভক্তসমাগমের চিত্র। উদ্বোধনের পর থেকেই দিঘা জগন্নাথ মন্দিরে দর্শনার্থীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। ‌ উৎসবের দিনগুলোতে সেই সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।
advertisement
2/5
মন্দির কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত ছ’মাসে প্রতিদিন গড়ে ৫০ হাজারেরও বেশি ভক্ত আসছেন এই জগন্নাথ ধামে। জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস জানান, উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত ৯০ লক্ষেরও বেশি ভক্ত মন্দির দর্শন করেছেন। তিনি বলেন, প্রতিদিনই বিপুল ভক্ত সমাগম হয় এবং উৎসবের সময় সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায়। খুব দ্রুতই দিঘা জগন্নাথ মন্দিরের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
advertisement
3/5
এত বিপুল ভক্তের আগমনে মন্দির আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছে। মন্দির কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রণামি বাক্সে জমা পড়ছে প্রায় এক লক্ষ টাকা। অনুদান ও উপহারের মাধ্যমে আসে আরও এক লক্ষ টাকা। প্রসাদ বিক্রি ও অন্যান্য ভোগ থেকে আবার আয় হয় প্রায় দু’লক্ষ টাকা। অর্থাৎ, দৈনিক আয় চার লক্ষ টাকা ছাড়িয়ে যায়।
advertisement
4/5
দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শুধু যে পর্যটকের সংখ্যা বেড়েছে এমনটা নয় দিঘায় কর্মসংস্থানও বেড়েছে ব্যাপকভাবে। মন্দির পরিচালনা, নিরাপত্তা, সাফাই ও হাউসকিপিংয়ে প্রায় ১৭০ জনকে চাকরি দেওয়া হয়েছে। একই সঙ্গে মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট-বড় বহু ব্যবসা। ভক্তদের ভিড় বাড়লে ব্যবসায়ীদের রোজগারও বাড়ে। ফলে উৎসবের সময়ে যেমন ভক্তদের সংখ্যা বাড়ে , প্রনামি বাক্সে যেমন বিপুল অর্থ জমা পড়ে, তেমনই স্থানীয় মানুষের মুখেও হাসি ফোটে।
advertisement
5/5
সম্প্রতি রাসপূর্ণিমায় বিপুল জনসমাগমে হিমশিম খেতে হয় জগনাথ মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ-প্রশাসনকে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন্‌রাজ্য থেকেও বহু ভক্ত দিঘার জগন্নাথ মন্দিরে আসেন। পুরীর আদলে নির্মিত দিঘার জগন্নাথ মন্দির মাত্র ছয় মাসের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। মন্দির কর্তৃপক্ষের আশা, পরবর্তী রথযাত্রা এবং বড় উৎসব গুলোতে ভক্ত সংখ্যা আরও বাড়বে। দিঘা আরও বড় ধর্মীয় পর্যটন স্থল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Huge Income In Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দিরে ৬ মাসেই ৯০ লক্ষ পুণ্যার্থী, প্রণামী বাক্স উপচে যাচ্ছে কোটি-কোটি টাকায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল