Ilish: অপেক্ষা শেষ! ঝাঁক ঝাঁক ইলিশ এল শহর-গ্রামের বাজারে! শুক্রবারের বাজারে কত কেজির মাছ, কত দামে মিলবে?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এবছর মরশুমের প্রথম থেকে মৎস্যজীবীদের জালে আসছিল না ইলিশ। তবে রথযাত্রার সময় যে সমস্ত ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তাদের জালে ইলিশ পড়তে শুরু করেছে।
advertisement
1/9

*মরশুমের প্রথম থেকে মৎস্যজীবীদের জালে আসছিল না ইলিশ। তবে রথযাত্রার সময় যে সমস্ত ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তাদের জালে ইলিশ পড়তে শুরু করেছে। আর তাতেই খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মধ্যে। প্রতিবেদনঃ নবাব মল্লিক। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*প্রতি ট্রলার পিছু ৩-৪ ক্রেট পরিমাণ ইলিশ আসছে। সেই ইলিশ সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে। সেখান থেকে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে ইলিশ। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*মাছ জালে আসতে শুরু করায় আশার আলো দেখতে শুরু করেছেন মৎস্যজীবীরা। তবে আড়তদারদের বক্তব্য তারা মাছের ভাল দাম পাচ্ছেন না। এ নিয়ে আহাদ গাজি নামের এক আড়তদার জানিয়েছেন, ইলিশ আসলেও তা ডায়মন্ড হারবারে চলে যাচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক অলোক হালদার জানিয়েছেন, রথযাত্রার সময় যারা মাছ ধরতে গিয়েছিল তারা ফিরে আসতে শুরু করেছে। জালে মাছ পড়তে শুরু করেছে। আশা করা যায় আরও মাছ পড়বে। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*বর্তমানে ইলিশের দাম ৪০০ টাকায় নেমে এসেছে। বড় মাছের দাম থাকছে ১০০০ টাকা। ফলে আর কিছুদিনের মধ্যেই বাজারে ইলিশ ভরে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*ইতিমধ্যে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে ইলিশ ভরে গিয়েছে। কিছুদিনের মধ্যেই ছোট বাজারগুলিতেও মিলবে ইলিশ। ফলে মিটবে ইলিশের ঘাটতি। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে মিলছে ইলিশ। ১০০০ থেকে ১২০০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তবে বাজারে ঘাটতি থাকলেও ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
advertisement
8/9
*মৎস্যজীবিদের একাংশের দাবি, এই বছর আগের বারের তুলনায় ইলিশের জোগান কমেছে। সুন্দরবন এমনকী পদ্মার ইলিশের জোগান কম একমাত্র বৃষ্টি না হওয়ার কারণেই। বর্ষা এলেই বাজারে আরও সস্তা হবে ইলিশ মাছ।
advertisement
9/9
*বাজারে এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত ইলিশ মাছ হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ৩০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ilish: অপেক্ষা শেষ! ঝাঁক ঝাঁক ইলিশ এল শহর-গ্রামের বাজারে! শুক্রবারের বাজারে কত কেজির মাছ, কত দামে মিলবে?