Howrah News: শ্যামপুর ডিহি মন্ডল ঘাটে বিলাসবহুল ক্রুজ দেখতে মানুষের ঢল
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: শ্যামপুরে বিলাসবহুল ক্রুজ! রূপনারায়ণ নদীর তীরবর্তী শ্যামপুর ডিহি মণ্ডল ঘাট, সেখানেই একটি বিলাসবহুল ক্রুজ আসাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে পড়েছে হই হই রব, রীতিমতো কাতারে কাতারে মানুষ ক্রুজ দেখতে নদী পাড়ে ভিড় জমাচ্ছে
advertisement
1/4

হাওড়ার দক্ষিণ-পশ্চিম সীমানা রূপনারায়ণ নদীর পশ্চিম পাড়ে মেদিনীপুর এবং পূর্ব পাড়ে হাওড়া জেলার ডিহি মণ্ডল ঘাট। স্থানীয় বড় অংশের মানুষের জীবন জীবিকা কৃষিকাজ এবং মৎস শিকারের সঙ্গে যুক্ত। স্থানীয় কিছু পরিবার নৌকা শিল্পের সঙ্গে যুক্ত।
advertisement
2/4
গত বছর ঐতিহাসিক ঘটনার সাক্ষী ডিহি মন্ডল ঘাট। এলাকায় বহু দুঃখ নৌ কারিগর রয়েছে। দক্ষ কারিগর পঞ্চানন মন্ডল এবং তার চার ছেলের হাতে তৈরি হয় একটি 'ছট' নৌকা। যেটি গুজরাটের মেরিটাইম মিউজিয়ামে রাখা হয়েছে। এবং নৌকা তৈরীর ভিডিওগ্রাফি ব্রিটিশ আর্কাইভে রাখা হয়। কয়েক দশক পর 'ছট' নৌকা তৈরি হয় ডিহি মন্ডল ঘাটে। সারা বাংলার মানুষ আগ্রহ দেখিয়ে শ্যামপুর ডিহি মন্ডল ঘাটে হাজির হয়েছিল।
advertisement
3/4
জানা যায়, ডিহি মন্ডল ঘাট এলাকায় মেরামতির জন্য ক্রুজটি নিয়ে আসা হয়। বিভিন্ন সময়ে মেরামতির কাজের জেরে চলতি নৌকা ছাড়াও বিভিন্ন নৌকা আসে। তবে এই ধরণের বিশাল ও বিলাসবহুল ক্রুজ আগে আসেনি। যে কারণে এই জলযান দেখতে মানুষের ভিড় নদী পাড়ে।
advertisement
4/4
শ্যামপুর থানার অন্তর্গত ১ নং ডিহি মন্ডল ঘাটে মতামতির কাজের জন্য ক্রুজটি নোঙ্গর করে। ক্রুজটি নদী পাড়ে দেখা থেকেই উৎসাহ মানুষের মধ্যে।