Howrah News: নাগাড়ে বৃষ্টিতে ভাসছে থই থই শহর! কোথাও কোমর সমান, কোথাও হাঁটুজল! কী অবস্থা দেখুন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Heavy Rain: বৃষ্টির জলে ভাসছে হাওড়া শহর, সাঁতরাগাছি ইছাপুর রামরাজাতলার মত শহরের বেশ এলাকায় জমা জলে দারুণ দুর্ভোগ মানুষের।
advertisement
1/6

নাগাড়ে বৃষ্টি জারি রয়েছে, সোমবার কয়েক ঘন্টার বৃষ্টিতেই বেহাল অবস্থায় শহরবাসী। জল মগ্ন হাওড়া শহর। বর্ষায় বৃষ্টি মানেই হাওড়া শহরের বেশ কিছু অঞ্চল জলের তলায়, এই সময় মানুষের শুরু হয় জল যন্ত্রণা!
advertisement
2/6
হাওড়া'র রামরাজাতলা ইছাপুর বেলগাছিয়া সাঁতরাগাছি'র মত বেশ কিছু এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। বর্ষায় জীবন যাপনে ব্যাঘাত সৃষ্টি করে এলাকার জমা জল। এই সময় অবস্থা এমন হয় মানুষের ঘর ছাড়ার উপক্রম হয়ে পড়ে।
advertisement
3/6
শহরে বর্ষায় জমা জলের সমস্যা প্রায় প্রতি বছর হয় নিয়ম করে। কোথাও হাঁটু সমান জল কোথাও বা তার থেকে উপরে জল জমে। এই সমস্যা দীর্ঘদিনের, বর্ষা শুরু থেকে জল জমার সমস্যা দেখা দেয় হাওড়া'র বহু এলাকায়।
advertisement
4/6
সোমবার গভীর রাত থেকে ভারী বৃষ্টির ফলে ইছাপুর ও রামরাজাতলা এলাকার জল জমার বেহাল অবস্থা। যেখানে হাঁটুর উপরে জল, বাইক ডুবো ডুবো অবস্থা। মানুষের বাড়ি ও দোকানে জল প্রবেশ করছে। দর্ভিগের সঙ্গে বহু পরিবারের থাকা খাওয়ার দারুন সমস্যা এ সময়।
advertisement
5/6
এই জমাজল ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের যেমন প্রভাব ফেলে সেই সঙ্গে বৃদ্ধ মানুষ সমস্যায় পড়েন। কর্মসংস্থানের পাশাপাশি শরীর অসুস্থ হয়।
advertisement
6/6
বর্ষার আগে থেকেই প্রস্তুতি হাওড়া পুরসভার, ম্যানহোল পরিষ্কার করার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ নিকাশি নালাগুলিকে বহাল রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। তারপরেও জমা জল সমস্যায় শহরবাসী। ঘন জনবসতি এবং একাংশের মানুষের তীব্র ও সচেতনতাও এই সমস্যা তৈরির অন্যতম কারণ। হাওড়ার শহরে জমা জল থেকে মুক্তি মিলছে না মানুষের। নিকাশি ঠিক রাখতে প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের নানা অভিযোগ তো রয়েছে।হাওড়া শহরের পাশাপাশি মফরসল ও গ্রাম অঞ্চলেও একই ভাবে জমাজলের সমস্যা বাড়ছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: নাগাড়ে বৃষ্টিতে ভাসছে থই থই শহর! কোথাও কোমর সমান, কোথাও হাঁটুজল! কী অবস্থা দেখুন