Holi 2024: 'রং যেন মোর মর্মে লাগে' রঙের উৎসবের মাতোয়ারা পশ্চিম মেদিনীপুরবাসী! রইল ছবি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Holi 2024 : দোল উৎসবে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নানা উৎসবের আয়োজন। আট থেকে আশি সকলেই মেতে ওঠেন রঙিন বসন্তের ছোঁয়ায়।
advertisement
1/7

রঙের উৎসব দোল। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এই উৎসব।
advertisement
2/7
বসন্তের সকালে রং খেলা, নানা অনুষ্ঠানে মেতেছেন সকলে। দিকে দিকে আনন্দ উৎসব।
advertisement
3/7
নাচে, গানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করছেন অনেকেই, আর সঙ্গে আবির খেলা মাস্ট।
advertisement
4/7
বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেলদাতে কলছালার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উৎযাপন করা হল।
advertisement
5/7
রং মেখে রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান আট থেকে আশি সকলে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বন্ধন সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকেও সারা দিন ছিল নানা আয়োজন।
advertisement
6/7
হলুদ ও বাসন্তী পোশাক পরে নৃত্য পরিবেশন করে ছোট ছোট ছেলেমেয়েরা।
advertisement
7/7
বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য অখিল বন্ধু মহাপাত্র জানান, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের পাশাপাশি সৌভাতৃত্বের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Holi 2024: 'রং যেন মোর মর্মে লাগে' রঙের উৎসবের মাতোয়ারা পশ্চিম মেদিনীপুরবাসী! রইল ছবি