TRENDING:

'যদি আমার টিকিট না হয়...!', যাত্রী টিকিট কাউন্টারে দাঁড়িয়ে চালু করলেন Video! পরক্ষণেই যা ঘটল, মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরল ক্লার্কের!

Last Updated:
Indian Railways: ভারতীয় রেলের নতুন নতুন ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। কখনও সেই ভিডিও দেখে আঁতকে উঠতে হয়। কখনও আবার সেই ভিডিও হয় মজাদার। এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
advertisement
1/11
'যদি আমার টিকিট না হয়...!', যাত্রী টিকিট কাউন্টারে দাঁড়িয়ে চালু করলেন Video, পরক্ষণেই!
ভারতীয় রেলের নতুন নতুন ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। কখনও সেই ভিডিও দেখে আঁতকে উঠতে হয়। কখনও আবার সেই ভিডিও হয় মজাদার। এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
advertisement
2/11
এক ব্যক্তি টোকেন হাতে ট্রেনের টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। ভাবছিলেন যথা সময়ে তাঁর পালা আসবে আর তিনি টিকিট পাবেন। কিন্তু টিকিট কাউন্টারে এমন কিছু ঘটল যা রীতিমতো চমকে দিল তাঁকে।
advertisement
3/11
ভাইরাল ভিডিওতে, তার পালা আসার সঙ্গে সঙ্গেই টিকিট ক্লার্ক তাঁকে অবাক করে দিয়ে পাশে দাঁড়ানো একজন মহিলার টিকিট তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু মজার বিষয় হল ওই মহিলা সদ্য কাউন্টারে এসেছিলেন।
advertisement
4/11
এর পরেই শুরু হয় চরম তর্কাতর্কি। বচসা এমন জায়গায় পৌঁছয় যে একসময় ওই যাত্রী ক্লার্কটিকে হুমকি দেন, টিকিট না করা হলে তিনি তাঁর ঊর্ধ্বতনের কাছে অভিযোগ করবেন। এখানেই অবশ্য থেমে থাকেননি তিনি।
advertisement
5/11
পুরো ঘটনাটি ক্যামেরা বন্দি করে নেন মুহূর্তের মধ্যে। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করছে। কিছু ব্যবহারকারী অবশ্য বলেন ছোট স্টেশনগুলোতে এটি একটি সাধারণ ঘটনা, আবার অন্যরা এই বিষয়ে রেলের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি করছেন।
advertisement
6/11
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রেনের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁর ক্যামেরা চালু করে, টিকিট ক্লার্ককে বার বার তাঁকে টিকিট দিতে বলতে থাকেন। তিনি ওই ক্লার্ককে হুমকি দেন যে তিনি যদি তা না মানেন তবে তিনি সিনিয়র জেলা ম্যাজিস্ট্রেট (ডিসিএম) এর কাছে অভিযোগ করবেন। তারপর তিনি তার ফর্মটি দেখিয়ে বলেন, "এটি আমার ফর্ম, এবং উনি ভিতর থেকে আমার টিকিট দিচ্ছেন না।"
advertisement
7/11
যাত্রী এরপরেই আরও একধাপ এগিয়ে গিয়ে রীতিমতো হুমকি দিয়ে বলেন, "যদি টিকিট এক্ষুনি প্রসেস না করা হয়, আমি কিন্তু এটা সিনিয়র ডিসিএম-এর কাছে পাঠাব। তারপর আপনি দেখবেন আপনি কী করবেন।"
advertisement
8/11
তারপর ওই প্যাসেঞ্জার টিকিট ক্লার্ক এবং ভিতরে থাকা মহিলার সঙ্গে জোরদার তর্ক শুরু করে দেয়, এবং বলে, "আমরা জানি আমাদের টিকিট প্রসেস করা হবে না, এবং এরপর আমিও যা করার তাই করব।" টিকিট কাউন্টারে ঝগড়ার ৭৭-সেকেন্ডের ক্লিপটি এই দিয়ে শেষ হয়।
advertisement
9/11
@Lawyer_Kalpana X-এ এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, "বরানগর স্টেশনে (শিয়ালদহ ডিভিশন), একজন যাত্রী সকাল থেকে তৎকাল টিকিটের (স্লিপার ক্লাস) জন্য লাইনে অপেক্ষা করছিলেন। তাঁর টোকেন নম্বর ছিল ২, এবং তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি একটি টিকিট পাবেনই। কিন্তু যখন তাঁর পালা এল, তিনি দেখলেন যে বুকিং ক্লার্ক ইতিমধ্যেই কাউন্টারের পিছনে বসে অন্য এক মহিলার টিকিট তৈরি করছেন।"
advertisement
10/11
ওই যাত্রী টিকিট পাননি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপের মন্তব্যে লেখেন এমনটা ছোট স্টেশনগুলিতে প্রায় প্রতিদিনই ঘটে, আর বৈধ যাত্রীরা টিকিট পান না।
advertisement
11/11
এখনও পর্যন্ত, এই ভিডিওটি ১০ লক্ষেরও বেশি ভিউ এবং ২৭,০০০ এরও বেশি লাইক পেয়েছে, এবং পোস্টটি ১,৫০০ এরও বেশি মন্তব্য পেয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
'যদি আমার টিকিট না হয়...!', যাত্রী টিকিট কাউন্টারে দাঁড়িয়ে চালু করলেন Video! পরক্ষণেই যা ঘটল, মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরল ক্লার্কের!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল