TRENDING:

Hilsa: অবশেষে এল সুখবর! জালে উঠবে টন টন চওড়া পেটের ইলিশ, আশায় মৎস্যজীবীরা

Last Updated:
Hilsa: ১৪ জুন মধ্যরাত্রে ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দেবে, মাছ ধরার ট্রলার লঞ্চ-সহ নৌকো। সমুদ্রে পারিয়ে দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভাল মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। 
advertisement
1/6
অবশেষে এল সুখবর! জালে উঠবে টন টন চওড়া পেটের ইলিশ, আশায় মৎস্যজীবীরা
*শেষ কয়েক বছরে সেভাবে ইলিশ দেখা যায়নি দিঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজনরসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি? তাহলে উত্তর আসবে ইলিশ! ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
advertisement
2/6
*ভাল ইলিশ মাছের জন্য সারা বছর এই মরশুমের জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবী, ট্রলার লঞ্চ ভুটভুটির মালিক মৎস্য ব্যবসায়ী ও ইলিশ প্রেমী বাঙালি। দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি মৌসুমে ইলিশের যোগান কমছে। বিগত কয়েক বছর সেভাবে ইলিশের দেখা মিলেনি। আর শেষ দু'বছর যেন দিঘা সমুদ্রে ইলিশের খরা গিয়েছে। ফাইল ছবি। 
advertisement
3/6
*প্রতিবছর মাছ ধরার মরসুমে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২০০০ লঞ্চ ট্রলার সমুদ্র যাত্রা করে। বছরের এই সময়টার জন্য মৎস্যজীবীর পরিবার ও ট্রলার মালিকেরা আশায় বুক বাঁধে। চলতি বছর মাছ ধরা মরশুমে শুরু হওয়ার ঠিক আগেই এই মরশুমে ভাল ইলিশের দেখা মিলবে বলে জানাল মৎস্যজীবীরা। ফাইল ছবি। 
advertisement
4/6
*চলতি মরশুমে প্রথম এশিয়ার সবচেয়ে বড় সামুদ্রিক মাছ নিলাম কেন্দ্র দিঘায় ঝাঁক ঝাঁক সমুদ্রের রুপোলি ফসল ইলিশ মাছ দেখা মিলবে বলে জানিয়েছেন মৎস্যজীবী থেকে মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। ফাইল ছবি। 
advertisement
5/6
*দিঘা মোহনা মৎস্যজীবী এবং মৎস্য বিক্রেতাদের সংগঠনের সহ-সভাপতি নবকুমার পয়ড়্যা জানান, ''শেষ দু'বছর দিঘায় সেভাবে ইলিশের দেখা পাওয়া যায়নি। চলতি বছর ১৪ জুন মধ্যরাত থেকে শুরু হবে মাছ ধরার মরশুম। কারণ পরপর দুই বছর ইলিশের খরা গেলে তার পরের বছর ভাল পরিমাণ ইলিশ উঠে আসে। এছাড়াও এবছর ব্যান পিরিয়ডে মাছ প্রজননের সময় কড়া নজরদারি চলেছে।‌ ফলে ইলিশ উঠে আসতে বাধা নেই। আশা করা যায় এবার দিঘায় ইলিশ উঠবে রেকর্ড পরিমাণ।" ফাইল ছবি। 
advertisement
6/6
*প্রসঙ্গত, শেষ মাছ ধরার মরশুমে দিঘায় সেভাবে ইলিশ না ওঠায় কার্যত হতাশ হয়ে উঠেছিল মৎস্যজীবী থেকে ট্রলারের মালিকগণ। কারণ ইলিশ না ধরা পড়ায় সেভাবে তাদের লাভ হচ্ছিল না। চলতি বছর সমুদ্রের ট্রলার পাড়ি দেওয়ার আগেই অনেকটাই আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিকগণ। চলতি বছর রেকর্ড পরিমাণ ইলিশ উঠে আসবে এমনকি তাদের বিগত বছরগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই ভরপুর করা যাবে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsa: অবশেষে এল সুখবর! জালে উঠবে টন টন চওড়া পেটের ইলিশ, আশায় মৎস্যজীবীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল