TRENDING:

Heavy Rainfall Alert: উত্তরের জেলায় জেলায় মেগা বৃষ্টির অ্যালার্ট, দক্ষিণে কালো মেঘে আকাশ ঢাকার আশঙ্কা, কোথায় ফুঁসছে ঘূর্ণাবর্ত

Last Updated:
Heavy Rainfall Alert: আপাতত রোজই মূলত মেঘলা আকাশ থাকবে। উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপ। তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তনের পূর্বাভাসে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
advertisement
1/14
উত্তরের জেলায় জেলায় মেগা বৃষ্টির অ্যালার্ট,দক্ষিণে কালো মেঘে আকাশ ঢাকার আশঙ্কা
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ১১ জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
2/14
মৌসুমী অক্ষরেখা সক্রিয়। বিকানির শিখড় ডেহেরী হয়ে আসানসোলের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান,ঝাড়খন্ড গুজরাতে। পশ্চিম রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। উত্তরপ্রদেশ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত আরও একটি অক্ষরেখা।‌
advertisement
3/14
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।‌ পুন্ডিবাড়িতে ২৪০ এবং মাথাভাঙ্গা তে ২১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চেপান ২০০ মিলিমিটার এবং বারোভিসা তে ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
advertisement
4/14
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শনিবার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায় ।
advertisement
5/14
শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায় ।
advertisement
6/14
রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের ছয় জেলায়। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি।
advertisement
7/14
উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে।‌
advertisement
8/14
দক্ষিনবঙ্গে দিনভর মেঘলা আকাশ। কোথাও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ। আপাতত এই আবহাওয়া থাকবে।
advertisement
9/14
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেইড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
10/14
রবিবার রথের দিন থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
11/14
উত্তরের প্রায় সব জেলাতেই আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুধু কোচবিহারে। ওই দিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
advertisement
12/14
রবিবারও এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিছুটা কমতে পারে সোমবার থেকে। ওই দিন কেবল দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জন্য সতর্কতা জারি থাকছে।
advertisement
13/14
আপাতত রোজই মূলত মেঘলা আকাশ থাকবে। উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে।
advertisement
14/14
ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপ। তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তনের পূর্বাভাসে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heavy Rainfall Alert: উত্তরের জেলায় জেলায় মেগা বৃষ্টির অ্যালার্ট, দক্ষিণে কালো মেঘে আকাশ ঢাকার আশঙ্কা, কোথায় ফুঁসছে ঘূর্ণাবর্ত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল