TRENDING:

Heavy Rain Alert: বজ্রাঘাতে মৃত ২, আকাশের রং দেখে বোঝা দায় বিপর্যয়ের শেষ কোথায়! আতঙ্কে সুন্দরবন

Last Updated:
Heavy Rain Alert: ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টি রবিবারও তার খেলা দেখাবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
advertisement
1/6
বজ্রাঘাতে মৃত ২, আকাশের রং দেখে বোঝা দায় বিপর্যয়ের শেষ কোথায়! আতঙ্কে সুন্দরবন
ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টি রবিবারও তার খেলা দেখাবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ফলে চিন্তা বাড়ছে সুন্দরবন নিয়ে।
advertisement
2/6
এর মধ্যেই বজ্রাঘাতে দু’জনের মৃত্যু হয়েছে। সাগরের একজন এবং কাকদ্বীপের এক বাসিন্দার বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বজবজ পুর এলাকায় বহু প্রাচীন চিত্রগঞ্জ শ্মশান কালীবাড়ির অফিসঘরের ছাদের একাংশ ভেঙে পড়ে।
advertisement
3/6
এই ঘটনায় এক পুরোহিত সহ ছ’জন জখম হন। নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের ৩০০টি মাটির বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ৫০টি পানের বরজ-সহ বিস্তীর্ণ কৃষিজমির ফসল নষ্ট হতে বসেছে।
advertisement
4/6
ভেঙে পড়েছে মাটির বাড়ি। সাগর, নামখানা, পাথরপ্রতিমা ব্লকেও বসতবাড়ি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে জেলায় মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব করছে জেলা প্রশাসন।
advertisement
5/6
জেলার বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং ইত্যাদি শহরাঞ্চলের বিভিন্ন অংশও জলমগ্ন হয়ে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের মধ্যে জলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
6/6
বন্ধ করা হয়েছে কুঁকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস। আকাশ সর্বক্ষণ কালো হয়ে রয়েছে এই বিপর্যয়ের শেষ কোথায় তা বুঝতে পারছে না কেউই। (রিপোর্টার-- নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heavy Rain Alert: বজ্রাঘাতে মৃত ২, আকাশের রং দেখে বোঝা দায় বিপর্যয়ের শেষ কোথায়! আতঙ্কে সুন্দরবন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল